দোহা: সেনেগালের বিরুদ্ধে ৩-০ গোলে জয়। প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে নিঃসন্দেহে কঠিন পরীক্ষা হতে চলেছে ইংল্যান্ডের জন্য। কারণ সামনে ফ্রান্স। যেই দলে রয়েছেন এমবাপ্পে, জিহুর মত তারকা ফুটবলাররা। যাঁরা একার দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন। বিশেষ করে এমবাপ্পে যে ইংল্যান্ডের ডিফেন্সকে নিয়ে রীতিমত ছিনিমিনি খেলতে পারেন, তার আন্দাজও পেয়েছেন সাউথগেট। তাই সতর্ক তিনি।
কী বলছেন সাউথগেট?
২০০০ সাল থেকে ২ দলের সাক্ষাতে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলার পর একটি মাত্র ম্যাচে ফ্রান্সকে হারাতে পেরেছে ইংল্যান্ড। তাই দিদিয়ের দেঁশর দলের বিরুদ্ধে নামার আগে সাউথগেট বলছেন, ''ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন দল। ওঁদের দলে এমন অনেক তরুণ ফুটবলাররা রয়েছেন, যাঁরা সত্যি ভীষণ প্রতিভাবান ফুটবলার। ওঁদের বিরুদ্ধে খেলা, জয় ছিনিয়ে নেওয়া। তাই ফ্রান্সের বিরুদ্ধে আগামী ম্যাচ নিঃসন্দেহে শক্তিশালী হতে চলেছে।'' ইংল্যান্ড কোচ আরও বলেছেন, ''২টো প্রি- কোয়ার্টার ফাইনালে দেখা গিয়েছে বিশ্বমানের লড়াই। সেরা দল যে তারাই কোয়ার্টার ফাইনালে বাজিমাত করবে।
দুরন্ত খেলে সেনেগাল বধ
প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিল ইংল্যান্ড (England Football Team)। গতকাল গভীর রাতে ম্যাচে নেমেছিল ২ দল। সেখানেই দাপুটে জয় হ্যারি কেনদের (Harry Kane)। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবে গ্যারেথ সাউথগেটের দল (Gareth Southgate)।
এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হেন্ডারসন। খেলার শুরুতেই ইংল্যান্ডের গতিময় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না সেনেগালের ফুটবলাররা। ৩৮ মিনিটের মাথায় থ্রি লায়ন্সের হয়ে প্রথম গোল করেন তিনি। প্রথমার্ধের একদম শেষলগ্নে হ্যারি কেন আরও একটি গোল করেন। চলতি বিশ্বকাপের সর্বােচ্চ গোলস্কোরার এই বিশ্বকাপে প্রথম গোল করেন। ৫৭ মিনিটের মাথায় ম্যাচের ও ইংল্যান্ডের হয়ে শেষ গোল করেন বুকায়ো সাকা।
শেষ আটে ফ্রান্স
তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপ্রত্যাশিত হারের পর প্রশ্নের মুখে পড়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। কেন তিনি দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন, তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। দেশঁ জানিয়েছিলেন, নক আউটের জন্য ফুটবলারদের তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত। ফরাসি ফুটবলাররা তরতাজা থাকলে কী করতে পারেন, রবিবার তা দেখিয়ে দিলেন। পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে (kylian mbappé)। একটি গোল অলিভিয়ের জিহুর (Olivier Giroud)।