ভুবনেশ্বর: ভারতীয় ফুটবলপ্রেমীরা ৬ জুনের জন্য হা পিত্যেশ করে অপেক্ষা শুরু করে দিয়েছেন। কারণ, ওইদিন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে খেলবে ভারতীয় দল। সেই ম্যাচই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। 


আপাতত ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রস্তুতি শিবির চলছে ভারতীয় দলের। সেই শিবিরে ছিলেন ৩২ জন ফুটবলার। তবে দল ঘোষণার পর ফুর্বা লাচেংপা, পার্থিব গগৌ, ইমরান খান, মহম্মদ হামাদ ও জিতিন এমএস-কে ছেড়ে দেওয়া হয়েছে।


দল ঘোষণার পর স্তিমাচ বলেছেন, 'দলের প্রত্যেকেই ভীষণ পেশাদার। পরিশ্রমী। প্রত্যেকের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে জিতিন ও পার্থিবদের মধ্যে। পার্থিব ও হামাদের সামান্য চোট রয়েছে। কয়েকদিন আগে ওদের চোট লেগেছিল। ওদের ৭ থেকে ১৪ দিনের বিশ্রাম প্রয়োজন।'


আপাতত ভুবনেশ্বরে প্রস্তুতি সারবে ভারতীয় দল। তারপর ২৯ মে কলকাতার উদ্দেশে রওনা হবে দল। ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর কাতারের বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল। ১১ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের গ্রুপ এ-তে শেষ ম্যাচ ভারতের। আপাতত গ্রুপে দু'নম্বরে রয়েছে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। গ্রুপের সেরা দুই দল ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের (FIFA World Cup Qualifiers) তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি ২০২৭ সালে সৌদি আরবে হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতাও অর্জন সম্ভব প্রথম দুইয়ে থাকলে (AFC Asian Cup Saudi Arabia 2027)।


ঘোষিত ভারতীয় দল:


গোলকিপার: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ ও বিশাল কাইথ


ডিফেন্ডার: অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে ও শুভাশিস বসু


মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্দেস, এডমুন্ড লালরিনডিকা, জিকসন সিংহ, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিংহ নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ ও সুরেশ সিংহ


স্ট্রাইকার: ডেভিড, মনবীর সিংহ, রহিম আলি, সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিংহ


আরও পড়ুন: লজ্জায় মাথা হেঁট শাকিবদের, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হার বাংলাদেশের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।