হায়দরাবাদ: আগামী মাসেই ভারত সফরে আসতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ভারতের চারটি শহর দিল্লি, মুম্বই, কলকাতা ও হায়দরাবাদে আসবেন আর্জেন্তাইন সুপারস্টার। তার আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভনাথ রেড্ডি সোশ্য়াল মিডিয়ায় নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন। ১৩ ডিসেম্বর হায়দরাবাদে আসার কথা ফুটবলের রাজপুত্রের। লিও নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতে আসার বিষয়ে। এরপরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভনাথ নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, ''আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি GOAT লিওনেল মেসির আগামী ১৩ ডিসেম্বর হায়দরাবাদ সফরেরক জন্য। এটা শহরের যে কোনও ফুটবল প্রেমীদের ও ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর। হায়দরাবাদ শহর মেসিকে আপন করে নেওয়ার জন্য, তাঁকে আপ্যায়ণের জন্য, আতিথেয়তার উষ্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত পুরোদমে।''
বার্সেলোনার জার্সিতে মোট ৭৭৮ ম্য়াচ খেলেছেন মেসি। তিনি মোট ৬৭২ গোল করেছিলেন। ক্লাবের জার্সিতে মোট ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। বার্সা সমর্থকদের ভোটে মেসি পেছনে ফেলে দিয়েছেন ইয়ােহান ক্রুফ, রোনাল্ডিনহো ও আন্দ্রে ইনিয়েস্তাকে। ২০২১ সালে যখন বার্সেলোনা ছাড়ছেন, তখন সাংবাদিক বৈঠকেই কেঁদে ফেলেছিলেন। পিএসজিতে যোগ দিয়েছিলেন লিও। সেখান থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন। মেসি বলছেন, ''আমি অবশ্যই ফিরব বার্সেলোনা ক্লাবে। স্টেডিয়ামে আবার একদিন সাধারণ সমর্থকের মতো বসে দলকে উৎসাহ দেব। আরও কিছু বছর মায়ামিতে থাকব, তবে শেষ পর্যন্ত বার্সেলোনা ফিরে আসব। এটা আমার ঘর। অনেক মনে পড়ে, তাই অবশ্যই ফিরব। আমরা একসঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি, ভালো-মন্দ সবই ছিল। কিন্তু এই ক্লাবই আমার ঘর। এখানের সবাই আমার আপন মানুষ।''