নয়াদিল্লি: আফগানিস্তানকে (Afganistan Football Team) হারাতে না পেরে হতাশ ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। শুক্রবার আফগানদের ঘরের মাঠ সৌদি আরবের আভায় বিশ্বকাপ এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলশূন্য ড্র করে ভারত। একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ভারতীয় ফুটবলাররা। ক্রোয়েশীয় কোচ স্টিমাচের ধারণা, ম্যাচটা তাদের জেতা উচিত ছিল।
ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, ''ম্যাচটা আকর্ষণীয় হয়েছে ঠিকই। কিন্তু ম্যাচের ফলে আমি হতাশ। তিন-চারটে ভাল ভাল সুযোগ তৈরি করেছিলাম আমরা। কিন্তু সেগুলো থেকে গোল করতে পারলাম না। এটাই আমাদের সমস্যা, যা নিয়ে গত কয়েক বছর ধরে ভুগছি আমরা।''
ফিফা ক্রমতালিকায় ১১৭ নম্বরে থাকা ভারত বিশ্বের ১৫৭ নম্বরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত। কর্নার থেকে হেড করে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করেন ভারতীয় দলের একমাত্র বঙ্গতারকা শুভাশিস বোস।
নাওরেম মহেশ সিংও প্রতিপক্ষের বক্সে গোলে শট নেওয়ার সুযোগ পান। কিন্তু এত বেশি সময় নিয়ে ফেলেন তিনি যে, ডিফেন্ডাররা তাঁকে ঘিরে ধরে। আকাশ মিশ্রর নিখুঁত ক্রসে গোলের সামনে বলে পা লাগাতে পারলে হয়তো গোল পেতেন বিক্রম প্রতাপ সিং। কিন্তু তিনি বলে পৌঁছতেই পারেননি।
এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে উঠে এল ভারত। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার। এ দিন অন্য ম্যাচে কাতার ৩-০-য় হারায় কুয়েতকে। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হোম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে টিকে থাকাটাই ইগর স্টিমাচের দলের পক্ষে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
স্টিমাচ বলেন, “যে সুযোগগুলো আমরা পেয়েছিলাম, তাতে জয়ের একেবারে কাছাকাছি ছিলাম। আক্রমণে আমাদের যত খেলোয়াড় রয়েছে, তাদের সবাইকেই খেলিয়েছি। কিন্তু কেউই কার্যকরী হয়ে উঠতে পারেনি। কয়েকটা বিষয়ে এখনও আমাদের উন্নতি করতে হবে। আক্রমণে কতগুলো সহজ জিনিসকে কঠিন করে তুললাম আমরা। সে জন্য আমি খুশি নই”।
তবে দলের ডিফেন্ডারদের পারফরম্যান্সে খুশি ভারতীয় কোচ। বলেন, “আমাদের ডিফেন্ডাররা খুবই ভাল খেলেছে। ওরা প্রতিপক্ষকে একটুও জমি ছাড়েনি। কিন্তু পাসিংয়ে, সুযোগ তৈরিতে ও দুই প্রান্ত থেকে আসা ক্রসে আক্রমণে আমাদের আরও উন্নতি করতে হবে”।