ঢাকা: হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ। কোমাতে রয়েছেন তিনি। চিকিত্সার জন্য তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হতে পারে।  এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্যোগ গ্রহণ করেছে বলে খালেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গত শনিবার হৃদরোগে আক্রান্ত হন খালেদ। এরপর কোমায় চলে যান তিনি। বর্তমানে ঢাকার ইউনাইডেট হাসপাতালে ভর্তি রযেছেন তিনি। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। খালেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য এবং টিম ম্যানেজার।
বোর্ড কর্তারা তাঁকে হাসপাতালে দেখে এসেছেন। বোর্ডের মিডিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদ সেমি কোমাতে রয়েছেন। সিটি স্ক্যানে গুরুতর কিছু পাওয়া যায়নি। আজ রাতেই তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে।
বাংলাদেশের হয়ে ১২ টি টেস্ট ও ৭৭ টি একদিনের ম্যাচ খেলেছেন খালেদ। ২০০৬-এ তিনি কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন।