ঢাকা: বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। তরুণ ক্রিকেটার মহম্মদ সজীব হোসেন গত শনিবার আত্মহত্যা করেছেন। যে খবরে শোকের ছায়া বাংলাদেশের ক্রিকেটমহলে।

 

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন সজীব। সঈফ হাসানের নেতৃত্বে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেছিলেন। ছিলেন যুব এশিয়া কাপের স্কোয়াডেও। তবে বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি সজীব। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল তাঁকে।

এরপর ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন সজীব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। এরপর ডানহাতি ব্যাটসম্যান রাজশাহীতে স্থানীয় ক্রিকেট খেলছিলেন। সেখানে শনিবার গভীর রাতে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ২১ বছর বয়সী ক্রিকেটারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু এনাম মহম্মদ কায়সার বলেছেন, ‘সজীব আমাদের ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ ব্যাচের ক্রিকেটার ছিল। আমাদের বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে। এশিয়া কাপেও ছিল। তবে ঘটনাটা খুবই দুঃখজনক।’

শোনা যাচ্ছে, আসন্ন পাঁচ দলীয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার হতাশায় ভুগছিলেন সজীব। সেই হতাশা থেকেই আত্মহননের সিদ্ধান্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।