কলকাতা: ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দোপাধ্যায় (Chandan Banerjee) পরলোক গমন করলেন। আজ, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১১টায় তাঁকে ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে নিয়ে আসা হবে। ১৯৬৩ সালে তিনি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। ইস্টবেঙ্গল অধিনায়ক হওয়ার পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকও ছিলেন তিনি। সেই চন্দন বন্দোপাধ্যায়ই না ফেরার দেশে পাড়ি দিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।


কিংবদন্তি ফুটবলার দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গ লড়াই করছিলেন। ১২ বছর আগে তাঁর প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তবে সেই ক্যান্সারকে কিন্তু হারাতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে মাস দু'য়েক ফের ক্যান্সার চন্দনের শরীরে দানা বাধে। তিনি বেশ কয়েকদিন সিএমআরই হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর বাড়িও নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু কাল রাতে হঠাৎই অবস্থার অবনতি ঘটলে তাঁকে আরএসবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোররাত সাড়ে তিনটে নাগাদ জীবনাবসান ঘটে তাঁর।


তাঁর প্রয়াণের খবর পেয়ে, আজ সকালেই ছুটে আসেন এলাকার নেত্রী রত্না চট্টোপাধ্যায়। উপস্থিত হয়েছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীও। প্রয়াত এই কিংবদন্তি ফুটবলারকে প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসা হবে। সেখান থেকেই তারকাকে সতাঁর আরেক প্রাক্তন দল কাস্টমসের তাঁবুতেও নিয়ে যাওয়া হবে বলে খবর। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই পরিবারের তরফে জানানো হয়েছে।


কিংবদন্তির প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ কলকাতা ময়দান। কিংবদন্তি শ্যাম থাপা বলেন, 'আমি আজ আমার বন্ধুকে হারালাম।' অপরদিকে, ইস্টবেঙ্গল কর্তা নীতু সরকার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আমার বড় একা হয়ে গেলাম। আমার বড় সাপোর্ট চলে গেল। উনি কোনও পরিস্থিতিতেই ভেঙে পড়তেন না। খুবই ইতিবাচক মানসিকতার মানুষ ছিলেন ওঁ।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?