মুম্বই: ভারতের জাতীয় দলের হেড কোচ হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংহ। যিনি এর আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন।
বিশ্বকাপের শেষেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে বিরাট কোহলিদের হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের। নতুন আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই। বিশ্বকাপের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে বেরিয়ে পড়ছে ভারতীয় দল। আপাতত শাস্ত্রী-বাঙ্গার-অরুণ-শ্রীধরদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। শাস্ত্রী-সহ বর্তমান কোচিং স্টাফদের কাউকেই নতুন করে আবেদন করতে হবে না। তাঁরা অটোমেটিক চয়েস হিসাবে পদপ্রার্থীর স্বীকৃতি পাবেন।
রবিন এর আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। অলরাউন্ডার রবিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরও ফিল্ডিং কোচ ছিলেন। গ্রেগ চ্যাপেল জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফিল্ডিং কোচ রবিন ও বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ অন্তর্বর্তী কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্বও সামলেছেন। সেই সময়েই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতে ভারত। এছাড়া ভারতের অনূর্ধ্ব ১৯ ও এ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রবিনের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বেডোজ ট্রাইডেন্টকেও কোচিং করিয়েছেন তিনি। তাঁর প্রশিক্ষণে দুবার সেমিফাইনাল খেলার পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একবার ফাইনালও খেলে বার্বেডোজ।
রবিন নিজে বলেছেন, পরের বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের কোচিং স্টাফের পরিবর্তন করার এটা ভাল সময়। পাশাপাশি তিনি বলেছেন, 'বর্তমান কোচের অধীনে ভারত পরপর দুটি ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেরও শেষ চার থেকে বিদায় নিয়েছে। ২০২৩ বিশ্বকাপের কথা ভাবলে বদল করাটা ঠিক।'
বিরাটদের কোচ হতে চেয়ে আবেদন রবিন সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2019 02:27 PM (IST)
রবিন এর আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। অলরাউন্ডার রবিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরও ফিল্ডিং কোচ ছিলেন
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -