Vivo Phones: ভিভো এক্স৩০০ সিরিজ চিনে লঞ্চ হয়েছে আগেই। শোনা গিয়েছে, এবার ভারতে আসছে এই সিরিজ। তবে চিনে লঞ্চের ২ মাস পর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে ভিভো এক্স৩০০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো ফোন থাকতে চলেছে। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, ভারতে ভিভো এক্স৩০০ ফোন লঞ্চ হতে পারে স্পেশ্যাল একটি রঙে। লাল রঙের একটি বিশেষ শেডে লঞ্চ হতে পারে এই ফোন। ভিভো- র ফোনের ক্যামেরা এমনিতেই ইউজারদের বেশ পছন্দের। এবার আরও আধুনিক ক্যামেরা ফিচার নিয়ে আসছে ভিভো- র নতুন ফোন।             

Continues below advertisement

টিপস্টার সঞ্জু চৌধুরী এই দাবি করেছে। এক্স মাধ্যমে সে কথাও জানিয়েওছেন তিনি। অবশ্য ভিভো এক্স৩০০ প্রো ফোনের রং সম্পর্কে কিছু জানাননি তিনি। অন্যদিকে আরেকটি এক্স পোস্টে টিপস্টার পারস গগলানি দাবি করেছেন যে, ওই বিশেষ লাল রঙে ভিভো এক্স৩০০ ফোনই লঞ্চ হবে ভারতে। আর কোনও ফোনে ওই রং দেখা যাবে না। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে ভিভো এক্স৩০০ সিরিজ। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিভোর এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই।                   

 

শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো, এই দুই ফোন চিনে যেভাবে লঞ্চ হয়েছে, সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকবে। অনুমান করা হচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে মিল থাকবে। সামান্য কিছু পরিবর্তন হতে পারে।