iQoo 15: ভারতে আসছে আইকিউওও ১৫ ফোন। ২৬ নভেম্বর লঞ্চ হবে এই ফোন। আইকিউওও ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড। তারাই এবার নতুন ফোন লঞ্চ করতে চলেছে দেশে। ভারতে লঞ্চের পর আইকিউওও ১৫ ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ পেল এই ফোনের সম্ভাব্য রং। সাদা এবং কালো রঙে লঞ্চ হতে পারে আইকিউওও ১৫ ফোন। চিনে লঞ্চ হওয়া ফোনের মতো ভারতীয় ভ্যারিয়েন্টেও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। একটি 2K রেজোলিউশনের ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। 

Continues below advertisement

ভিভো- র সাব ব্র্যান্ড আইকিউওও কর্তৃপক্ষ জানিয়েছে, আইকিউওও ১৫ ফোন আলফা (ব্ল্যাক) এবং লেজেন্ড (হোয়াইট) এই দুই রঙে লঞ্চ হবে ভারতে। সংস্থার লোগো থাকবে ফোনের রেয়ার প্যানেলে। তিনটি রঙের প্যাটার্নে থাকবে এই লোগো। ভারতের 'ফাস্টেস্ট প্রসেসর' Snapdragon 8 Elite Gen 5 থাকতে চলেছে আইকিউওও ১৫ ফোনে। দ্রুত গতিতে কাজ করবে এই মডেল। 

চলতি বছরেই ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড সিরিজের ৫জি ফোন 

Continues below advertisement

ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৪৯৯ টাকা। এর পাশাপাশি রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ২৩,৪৯৯ টাকা। অ্যাকোয়ামেরিন এবং মুনস্টোন রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন। 

ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সংস্থার 'জিটি' সিরিজের নতুন ফোন

নভেম্বরেই ভারতে আসতে চলেছে এই মডেল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। রিয়েলমি জিটি ৮ প্রো - এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থায় এই ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৮ প্রো ফোন অনলাইনে ওই দুই জায়গা থেকেই কেনা যাবে। প্রো মডেল ভারতে লঞ্চের কথা শোনা গেলেও ভ্যানিলা বা বেস মডেল অর্থাৎ রিয়েলমি জিটি ৮ ফোন দেশে কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৮ প্রো ফোন ভারতে লঞ্চের পর সংস্থার অফিশিয়াল অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন। এবার আসছে ভারতে।