নয়াদিল্লি: বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ওয়ান ডে-তে বিরাট কোহলির ক্যাচের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। অথচ রাজকোটে দ্বিতীয় ওয়ান ডে-তে মণীশ পাণ্ডের এক হাতে নেওয়া ক্যাচ দেখে নির্লিপ্ত ছিলেন। এই অভিযোগে প্রবল সমালোচিত হলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁকে কোহলির ‘মিস্টার চামচে’ বলেও বিদ্রুপ করা হল সোশ্যাল মিডিয়ায়। জাতীয় দলের প্রাক্তন ওপেনার তার জবাবও দিলেন। জানিয়ে দিলেন, তিনি ধারাভাষ্য করার সময় ট্যুইট করেন না। এবং মণীশের ক্যাচের সময় তিনি ধারাভাষ্য করছিলেন।


বেঙ্গালুরুতে রবিবার শর্ট এক্সট্রা কভারে শরীর ভাসিয়ে মার্নাস লাবুশানের ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেছিলেন বিরাট। ওই ক্যাচেই ভারত ম্যাচে ফেরে বলে মনে করা হচ্ছে। কারণ, তার আগে পর্যন্ত লাবুশানে-স্টিভ স্মিথ জুটিকে বিপজ্জনক দেখাচ্ছিল। এরপরই ট্যুইট করেন চোপড়া। বিরাটের ফিল্ডিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।



যদিও সোশ্যাল মিডিয়ায় সেই ট্যুইটের সমালোচনা শুরু হয়। বলা হয়, ভারত অধিনায়ককে খুশি রাখতেই ট্যুইট করেছেন আকাশ। যদিও প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, মণীশের ক্যাচ নেওয়ার সময় ধারাভাষ্য করছিলেন বলে ট্যুইট করার কোনও সুযোগই ছিল না তাঁর।