বারাণসী: ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যদের ওপর যৌন নির্যাতন নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরীর। নিজের বই ‘গেম ইন গেম’-এ এই শারীরিক নিগ্রহের কাহিনী তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, কোচ এবং সচিব কীভাবে দলের মহিলা ফুটবলারদের ওপর কীভাবে নির্যাতন করতেন।
সম্প্রতি বারাণসীতে সোনার লেখা ওই বই প্রকাশিত হয়েছে। তিনি যখন জাতীয় পর্যায়ে খেলতেন তখন দলের ফুটবলারদের সঙ্গে যে লজ্জাজনক ঘটনাগুলি ঘটেছে তা জানিয়েছেন সোনা।
নিজের বইতে বিভিন্ন জায়গায় একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন এই প্রাক্তন ফুটবলার। বইয়ের প্রধান চরিত্র মানবী সিংহ (কাল্পনিক) কীভাবে দলের পুরুষ কোচিং স্টাফের হাতে বারংবার লাঞ্ছনার শিকার হয়েছেন, তার খতিয়ান তুলে ধরেছেন সোনা। এক অনাথ আশ্রমে পালিত হয়ে মানবীর ফুটবলার হয়ে ওঠার কাহিনী এবং যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার যন্ত্রণার কথা বর্ণিত রয়েছে সোনর বইতে। তিনি জানিয়েছেন, সামাজিক লোকলজ্জার কথা ভেবে তিন সব নাম পরিবর্তন করে দিয়েছেন।
তাঁর অভিযোগ, দলে জায়গা করে দেওয়ার জন্য ম্যানেজমেন্ট স্টাফরা তাদের প্রস্তাব মানতে বাধ্য করাত মহিলা ফুটবলারদের। তাঁর আরও দাবি, শারীরিক নির্যাতন থেকে বাঁচতে ফুটবলাররা নিজেদের সমকামী বলে পরিচয় দিত।
জাতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়কের দাবি, জাতীয় বা রাজ্য, সর্বস্তরেই নির্যাতনের শিকার হতে হত ফুটবলারদের। এমনকী, কোনও কোনও ম্যানেজার ট্যুরে দুজন করে মহিলাকে নিয়ে যেতেন, যাঁরা কোনও অফিসিয়াল নয়।
সোনার দাবি, বিদেশ সফরের সময় কোচ ও অন্যান্য স্টাফদের বিছানা ফুটবলারদের রুমেই করা হত। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও এর সুরাহা হয়নি বলেও অভিযোগ সোনার।
শুধু যৌন হেনস্থাই নয়, মহিলা ফুটবলারদের ন্যূনতম খাবারের দিকেও নজর দেওয়া হত না বলেও অভিযোগ তুলেছেন সোনা। বলেছেন, ট্যুরে ফুটবলারদের যেখানে অখাদ্য খাবার দেওয়া হত, সেখানে কোচিং স্টাফ ও আধিকারিকদের ভাল খাবার দেওয়া হত।
১৯৯৮-এর এশিয়া কাপে হাঁটু ও কোমরে চোট পেয়ে ফুটবল কেরিয়ার শেষ হয়ে যায় সোনার। অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর অবসর ঘোষণা করেন তিনি। বারাণসীতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন।
সোনার অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
সোনার এই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সোনা যদি লিখিত অভিযোগ জানান তা হলে সরকার তদন্ত করতে প্রস্তুত।
মহিলা ফুটবল দলে যৌন নিগ্রহ, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 04:20 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -