মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বোলিং বিভাগের সেরা পেস বোলারও। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটেই মহম্মদ শামি (Mohammed Shami) অটোমেটিক চয়েস। কিন্তু আশিস নেহরার (Asish Nehra) বক্তব্য শুনে হয়ত কিছুটা হতাশ হতে পারেন শামির ভক্তরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটা সুযোগ রয়েছেন শামির? সেই প্রশ্নের উত্তরেই নেহরা জানিয়ে দিলেন যে বাংলার এই তারকা পেসারকে হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নাও দেখা যেতে পারে। 


শামিকে নিয়ে কী বলছেন নেহরা?


গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জয়ী কোচ আশিস নেহরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার মনে হয় শামি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কিম অফ থিংসের মধ্যে নেই। তবে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে, তবে শামিকে আমরা যে কোনও সময়ই ডেকে নিতে পারি। আমরা জানি ও কতটা দক্ষ বোলার, ওর কী ক্ষমতা। আমি নিশ্চিত যে শামি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, তবে অবশ্যই ও টেস্ট ক্রিকেটে খেলবে। এছাড়াও আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ রয়েছে। তার প্রস্তুতি নেব। আমার মনে হয় সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণরা সুযোগ পেতে পারে।''


নেহরা আর কী বললেন?


প্রাক্তন ভারতীয় পেসার আরও বলেন, ''এই বছর আমাদের ছেলেরা বেশি ওয়ান ডে খেলবে না। আইপিএলের পর শামি দীর্ঘ সময় বিশ্রামে ছিল। ভারতীয় দল টেস্টের পর ওয়ান ডে সিরিজেও ওকে খেলাতে পারে। সাদা বলের ক্রিকেটে সেরা দলের বিরুদ্ধেই খেলতে নামবে ভারত। সেখানে শামিকে দরকার ভীষণভাবে।''


উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডে সফরে এসে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় দল। করোনা হানা দেওয়ায় সেই সিরিজের শেষ টেস্টটি খেলা হয়নি। এবার সেই টেস্টটিই খেলতে চলেছে ২ দল। আগামী ১ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।


আরও পড়ুন: মাঠ কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, রুতুরাজকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠল সোশ্যাল মিডিয়ায়