বেঙ্গালুরু: জাতীয় দলে সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। পাঁচ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজে মাত্র ৯৬ রান করেছেন ১৯ গড়ে। সর্বোচ্চ ৫৭। তবে খারাপ পারফরম্যান্সের জন্য নয়। এবার নিজের বাজে ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল চেন্নাই সুপার কিংসের এই তরুণ ওপেনারকে।
গতকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা শেষ টি-টোয়েন্টি ম্যাচ নিষ্ফলা ছিল। বৃষ্টির জন্য খেলা হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নামার পর ২ উইকেট হারিয়ে বোর্ডে ২৮ রান তোলার পর প্রবল বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। রুতুরাজ ১০ রান করে এনগিডির বলে আউট হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন মাঠকর্মী ভারতীয় দলের ডাগ আউটে রুতুরাজের পাশে বসে তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কিন্তু রুতুরাজ সেই মাঠকর্মীকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর ঈঙ্গিতে তাঁকে বোঝান যাতে সেই মাঠকর্মী তাঁর বেশি কাছে না আসেন। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সবাই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তো রুতুরাজকে দল থেকে বাদ দেওয়ার স্লোগানও তুলেছেন।
উল্লেখ্য, করোনাকালে প্রথম ম্যাচ হচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। উত্তেজনার খামতি ছিল না শহরজুড়ে। কানায় কানায় ভরেছিল মাঠ। সিরিজ ২-২ অবস্থায়। শেষ ম্যাচে হবে ফয়সালা। ঋষভ পন্থের হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উঠছে, এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু ক্রিকেটীয় দ্বৈরথে হার-জিতের সুযোগই পাওয়া গেল না। দক্ষতার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়ে ট্রফি তুলে নিতে পারল না কোনও শিবিরই। খলনায়ক হয়ে হাজির হল বৃষ্টি। বরুণদেবের রোষে ভেস্তেই গেল ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শেষ হল অমীমাংসিতভাবে।
আরও পড়ুন: ৩ দিনের বিশ্রাম, ২৪ তারিখ আয়ারল্য়ান্ড উড়ে যাচ্ছে হার্দিক বাহিনী