নয়াদিল্লি: আগামী ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শুরু হবে। প্রথমেই রয়েছে সিডনিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির সরে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে ভারত এমন একজন কাউকে খুঁজে বের করতে চাইছে যে সমস্ত ফরম্যাটের ক্রিকেটেই খাপ খাইয়ে নিতে সক্ষম। আবার টি-২০ কিংবা ওডিআই-তে যেন ব্যাটে রান আসে সেটাও জরুরি।একদিনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তাঁকে টেস্ট দলে রাখা হয়েছে। ওডিআই এবং টি-২০ স্কোয়াডের জন্য ভাবা হয়েছে কেএল রাহুল কিংবা সঞ্জু স্যামসনের কথা।
কিপার-ব্যাটসম্যান হিসেবে কাকে টিমে রাখলে কেমন সুবিধা তা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই মুখ খুলেছেন। এবার মতামত জানালেন প্রাক্তন কিপার অজয় রাতরা। তিনি মনে করছেন কিপিং হোক বা ব্যাটিং, কেএল রাহুলই এই মুহূর্তে সেরা চয়েস। রাতরার মতে সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তের ভারতের সম্পদ কেএল রাহুল। কারণ তিনি চমৎকার কিপিং তো করেনই, উপরন্তু ব্যাটের হাতটিও জবরদস্ত। তাছাড়া তিনি যে কোনও পজিসনে নেমেই ভাল ব্যাট করতে পারেন। সেটা একটা মস্ত সুবিধা।
রাতরা বলছেন, ব্যাটিং অর্ডারের ব্যাপারে রাহুলের যে ফ্লেক্সিবিলিটি আছে, সেটা ভীষণ মূল্যবান।সীমিত ওভারের ক্রিকেটে এমন প্লেয়ারই প্রয়োজন। এমন একজন টিমে থাকলে প্রয়োজন অনুযায়ী ভারত একজন অতিরিক্ত বোলার খেলাতে পারবে। রাতরার মতে পুরনো খেলা মাথায় রেখে ঋষভ পন্থ কিংবা সদ্য শেষ হওয়া আইপিএলের পারফরম্যান্স মাথায় রেখে সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা চলছে ঠিকই, কিন্তু ওই দুজন আসলে দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছেন। প্রথম পছন্দ অবশ্যই রাহুল।
ঋষভ বা সঞ্জু নয়, ,সীমিত ওভারের ফরম্যাটে প্রাক্তন কিপারের পছন্দ রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2020 07:11 AM (IST)
গামী ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শুরু হবে। প্রথমেই রয়েছে সিডনিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির সরে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে ভারত এমন একজন কাউকে খুঁজে বের করতে চাইছে যে সমস্ত ফরম্যাটের ক্রিকেটেই খাপ খাইয়ে নিতে সক্ষম। আবার টি-২০ কিংবা ওডিআই-তে যেন ব্যাটে রান আসে সেটাও জরুরি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -