সৌমিত্র কুমার রায়, কলকাতা : আরও আঁটসাঁট হচ্ছে মহারাজের নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরি থেকে বেড়ে এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্ঠনি পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার বিশেষ এক বৈঠকের পর দাদার নিরাপত্তায় পদোন্নতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন (Nabanna) ও লালবাজার।
রাজ্য সরকারের তরফে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এতদিন পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির বাইরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ৩ জন ও স্থানীয় থানার ৩ জন মিলিয়ে মোট ৬ জন পুলিশকর্মী থাকতেন নিরাপত্তা বেষ্ঠনির দায়িত্বে। এবার থেকে তা বেড়ে জেড ক্যাটাগরি হওয়াতে ৬ জনের থেকে বেড় ৮ বা ১০ জন হতে চলেছে পুলিশকর্মী থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে (Sourav Ganguly Security)। পাশাপাশি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার জেরে পাইলট কারও পেতেন মহারাজ। জেড ক্যাটাগরিতে উন্নীত হওয়ার জন্য সেখানেও আরও আঁটসাঁট হবে নিরাপত্তা।
তবে হঠাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এই জোর ? জানা যাচ্ছে, মহারাজের নিরাপত্তার বিষয়টি রুটিন প্রোটোকল মেনেই। রাজ্য সরকার সূত্রে খবর, কোনও ভিআইপি-র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই মেয়াদই শেষ হচ্ছে। নির্দিষ্ট সময়ের মেয়াদ শেষ হচ্ছে বলেই সৌরভের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
জানা যাচ্ছে, সৌরভের বেহালার অফিসে মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে প্রতিনিধি পৌঁছেছিলেন। নবান্নের প্রতিনিধির পাশাপাশি লালবাজারের প্রতিনিধি, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধিরা ও স্থানীয় থানার প্রতিনিধিরা বসেছিলেন বৈঠকে। যে বৈঠকেই সিদ্ধান্ত হয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন। সবপক্ষের আলোচনার ভিত্তিতেই ঠিক করা হয় ওয়াই থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে মহারাজকে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ছিটকে গেলেও মহারাজ দল ছেড়ে কলকাতায় ফিরে আসেননি। তিনি রয়েছেন দিল্লি ক্যাপিটালস স্কোয়াডের সঙ্গেই। আইপিএল শেষে আগামী ২১ মে কলকাতায় পা রাখার কথা মহারাজের। আর সেই দিন থেকেই সৌরভের জন্য রাজ্য সরকারের বরাদ্দ উন্নীত নিরাপত্তা বলয়ের বেষ্ঠনী কার্যকর হয়ে যাবে।
আরও পড়ুন- নতুন কেনা ফ্ল্যাট থেকে মরণ-ঝাঁপ তরুণীর ! কামালগাজিতে চাঞ্চল্য
প্রসঙ্গত, এতদিন ধরে সৌরভকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিত রাজ্য সরকারই। এবার রাজ্য সরকারই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তার দেওয়ার সিদ্ধান্ত নিল।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?