লখনউ: আইপিএল (IPL 2023) প্লে-অফের দৌড়ে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭৭ রান তুলল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। নতুন বলে জেসন বেরেনডর্ফের (Jason Behrendorff) দুরন্ত বোলিংয়ে লখনউ বিপাকে পড়লেও মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ৮৯ ও ক্রুণাল পাণ্ড্যর ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭/৩ রান তুলল লখনউ। 


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। অফ ফর্মে থাকা কায়েল মেয়ার্সকে একাদশ থেকে বাদ দিয়েই আজ মাঠে নামে লখনউ। তাঁর বদলে কুইন্টন ডিককের সঙ্গে ওপেন করতে নামেন দীপক হুডা। কিন্তু ওপেনিংয়ে দাগ কাটতে ব্যর্থ হুডা। ইনিংসের তৃতীয় ওভারেই জেসন বেরেনডর্ফের বলে পাঁচ রানে সাজঘরে ফিরতে হয় হুডাকে। ঠিক তার পরের বলেই গত ম্যাচে অর্ধশতরান হাঁকানো প্রেরক মাঁকড়কে শূন্য রানে ফেরান বেরেনডর্ফ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে কুইন্টন ডিককও ১৬ রানে সাজঘরে ফেরেন।


পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লখনউ। পাওয়ার প্লের ছয় ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ৩৫ রানই বোর্ডে তোলে লখনউ। এরপরেই লখনউয়ের ইনিংসের হাল ধরেন ক্রুণাল পাণ্ড্য ও মার্কাস স্টোইনিস। গত ম্যাচে স্টোইনিস বেশ ভালই একটি ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেও তিনি নিজের ব্যাটিং ফর্ম ধরে রাখলেন। একদিকে ক্রুণাল ধরে ধরে এগোলেও স্টোইনিস আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। তৃতীয় উইকেটে ক্রুণাল ও স্টোইনিসের পার্টনারশিপে ভর করেই লড়াইয়ে ফেরে লখনউ।


তবে অর্ধশতরানের মুখে ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন ক্রুণাল। তিনি যে কার্যত ছুটতেই পারছিলেন না। তাঁর বদলে গত ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ৪৪ রানের মোড় ঘোরানো ইনিংস খেলা নিকোলাস পুরান মাঠে নামেন। তবে এদিন আট বলে আট রানেই অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। বরং ব্যাট হাতে ঝড় তোলেন স্টোইনিসই। তিনি ছক্কা হাঁকিয়ে লখনউয়ের ইনিংস শেষ করেন। ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন অজি তারকা। লখনউয়ের কঠিন পিচে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারবার দু'শো রানের গণ্ডি পার করা মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ কেমন খেলে, সেটার দিকে কিন্তু সকলেরই নজর থাকবে।


আরও পড়ুন: শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?