ক্যানবেরা(অস্ট্রেলিয়া) : গুরুতর অসুস্থ নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। অস্ট্রেলিয়ার ক্য়ানবেরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। নিউজহাব সূত্রে খবর।
নিউজিল্যান্ড হেরাল্ড এর রিপোর্ট অনুযায়ী, কেয়ার্নস গত সপ্তাহ থেকে ক্যানবেরায় আর্টিস ডিসেকশনে(শরীরের প্রধান ধমনীর অভ্যন্তরীণ স্তর ছিঁড়ে যাওয়া) ভুগছেন। শীঘ্রই তাঁকে সিডনির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, হাসপাতালে থাকাকালীন তাঁর একাধিকবার অপারেশন হয়। কিন্তু, আশা অনুযায়ী এখনও তিনি চিকিৎসায় সাড়া দেননি।
প্রসঙ্গত, নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার থেকেছেন ক্রিস কেয়ার্নস। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। খেলেছেন দুটি টি টোয়েন্টি ম্যাচও। তাঁর বাবা ল্যান্স কেয়ার্নসও নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন।
২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলার সময় তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াইও লড়তে হয়েছে তাঁকে। সেই সময় তিনি ২০১২ সালে লন্ডনে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে মানহানির মামলায় জেতেন।
তবে এটাই শেষ নয়, এর পরও কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। লুই ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালাম তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
বার বার দুর্নীতির অভিযোগ তাঁর জীবনে প্রভাব ফেলে। আইনি লড়াইয়ের বিল মেটানোর জন্য তাঁকে এক সময় অকল্যান্ড কাউন্সিলে ট্রাক চালানো ও বাসের শেল্টার পরিষ্কার করার চাকরি নিতে হয়।