দুবাই: অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল। এবার তা সত্যি হতে পারে। ২০২৪ এ প্যারিস অলিম্পিক্সে না হলেও ২০২৮ লস অ্যাঞ্জেলসে হতে চলা অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভূক্তি হতে পারে। আইসিসির তরফে এই নিয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, 'অলিম্পিক্স গেমসে ক্রিকেট যোগ করা হলে, তা ক্রিকেট প্রেমীদের জন্য খুবই ভাল খবর হবে।' তিনি আরও বলেন, 'ক্রিকেট অলিম্পিক্সে অন্তর্ভূক্ত হলে বিশ্বব্যাপী তার প্রচারও হবে। কিন্তু আমরা জানি তা এতটা সহজও নয়। কারণ ক্রিকেট ছাড়াও আরও অনেক ভাল ভাল ইভেন্ট রয়েছে খেলার। তবে আমার মনে হয় এবারই সঠিক সময়, অলিম্পিক্স ও ক্রিকেটের মেলবন্ধনের।'
বার্মিংহ্য়ামে আগামী বছর ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেট আয়োজিত হবে। আশা করা হচ্ছে এর ফলে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভূক্তির আগে তা একটা বাড়তি মাত্রা যোগ করবে। ১৯০০ সালে প্য়ারিসে একবার মাত্র অলিম্পিক্সে ক্রিকেট দেখা গিয়েছিল। সেই হিসেবে প্রায় ১২৮ বছর পর ফের একবার অলিম্পিক্সের মঞ্চে ক্রিকেট দেখা যাবে। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ম্যাচ হয়েছিল।
আইসিসির তরফে একটি অলিম্পিক্স ওয়ার্কিং গ্রুপ গড়ে তোলা হয়েছে। সেই গ্রুপের সভাপতিত্ব করবেন ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর। এছাড়াও থাকছেন স্বতন্ত্র ডিরেক্টর ইন্দ্র নুই, জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। এছাড়াও থাকছেন আইসিসির সহযোগী সদস্য পরিচালক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাহিন্দ্রা ভল্লিপুরম ও যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরাগ মারাথে।
আইসিসির তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে যে, 'আমরা আরও ঐক্যবদ্ধভাবে অলিম্পিক্সের মঞ্চে নামতে চাই। অলিম্পিক্স প্রচুর মানুষ ফলো করেন। তাই আমরা ক্রিকেটকেও এই প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত করতে চাই। তাতে অ্যাথলেটিক্সের সঙ্গে ক্রিকেট মিলে জনপ্রিয়তা আরও বাড়বে। প্রচুর ফ্যান রয়েছে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের।'