বুকিরা খুনের হুমকি দিচ্ছে, অভিযোগ সরফরাজ নওয়াজের
Web Desk, ABP Ananda | 21 Oct 2017 04:46 PM (IST)
করাচি: বুকিরা খুনের হুমকি দিচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার সরফরাজ নওয়াজ। তিনি নিজের ও পরিবারের লোকজনের জন্য নিরাপত্তার আবেদন জানিয়েছেন। ইসলামাবাদের পুলিশ সূত্রে খবর, এখনও সরফরাজকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল পুলিশে অভিযোগ দায়ের করেছেন সরফরাজ। তিনি জানিয়েছেন, এ মাসের ১৩ তারিখ আদালতে বয়ান দিয়ে এক বন্ধুর সঙ্গে ফিরছিলেন। সেই সময় তাঁর গাড়ির সামনে অন্য একটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেই গাড়ি থেকে দু’জন অস্ত্র হাতে বেরিয়ে আসে। একজন গাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও, অন্যজন সরফরাজের দিকে এগিয়ে এসে বলে, পিসিবি, ক্রিকেটার ও বুকিদের বিরুদ্ধে আদালতে বয়ান দেওয়া বন্ধ করতে হবে। এই হুমকির জেরেই নিরাপত্তা চাইছেন প্রাক্তন পাক পেসার। সরফরাজ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, পাকিস্তানের ক্রিকেটার ও পিসিবি কর্তারা গড়াপেটার সঙ্গে যুক্ত। ম্যাচ গড়াপেটা ও স্পট-ফিক্সিং নিয়ে আদালতে মামলাও দায়ের করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। সাত বছর আগেও একবার তিনি খুনের হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। ফের একই অভিযোগ করলেন তিনি।