নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে দুর্দান্ত খেলোয়াড় বলে উল্লেখ করলেও, তিনি সৌভাগ্যবান বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক। তাঁর আরও দাবি, বিরাটকে যেভাবে সাহায্য করে বিসিসিআই, পাকিস্তানের ক্রিকেটাররা যদি পিসিবি-র কাছ থেকে সেরকম সমর্থন পেতেন, তাহলে তাঁরা ভারতের অধিনায়ককে ছাপিয়ে যেতে পারতেন।


পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রজ্জাক বলেছেন, ‘বিরাট কোহলি যে দারুণ ক্রিকেটার সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ও সৌভাগ্যবান, কারণ ওর উপর বিসিসিআই-এর আস্থা আছে এবং ও সবসময় সাহায্য পায়। সাফল্য পাওয়ার জন্য যে কোনও খেলোয়াড়ের এটা দরকার। বোর্ডের কাছ থেকে ও যে শ্রদ্ধা পায়, তার ফলেই হয়তো অনুপ্রাণিত হয়। এর ফল সবাই দেখতে পাচ্ছে।’

রজ্জাক আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, পাকিস্তানে এমন অনেক খেলোয়াড় আছে যাদের বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমাদের সিস্টেমে ওরা অবহেলিত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোহলির উপর বোর্ডের যে আস্থা আছে, সেটা ও প্রতিভার মাধ্যমে কাজে লাগিয়েছে। পারফরম্যান্সের মাধ্যমে ও বোর্ডের আস্থার প্রতিদান দিচ্ছে।’