পার্ল: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ অ্যালান ডোনাল্ড। প্রাক্তন প্রোটিয়া পেসার মনে করেন তিন ফর্ম্যাটেই বিশ্বের মাত্র ২ বোলারই রাজ করার ক্ষমতা রাখেন। তার মধ্যে রয়েছেন বুমরা ও রাবাদা। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ''এই মুহূর্তে বিশ্বের যে কজন বোলার রয়েছেন, তাঁদের মধ্য়ে রাবাদা ও বুমরা একমাত্র যারা সব ফর্ম্যাটেই খেলার যোগ্যতা রাখেন। আমি এই ২ জনকেই রাখব। এদের মধ্যে অবশ্য এগিয়ে রাখব ভারতের বুমরাকে। ওর মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে, দুর্দান্ত স্কিল রয়েছে সব ফর্ম্যাটে সেরা পারফর্ম করার জন্য।''
তিনি আরও বলেন, ''আমি বুমরাকে বল করতে দেখেছি। যেভাবে রান আপ নিয়ে এসে ও বল রিলিজ করে, তা এক কথায় অসাধারণ। কব্জির দুর্দান্ত ব্যবহার করতে পারে বুমরা। এই মুহূর্তে বিশ্বের আর কোনও বোলারের এই ক্ষমতা রয়েছে কি না, আমার মনে হয় না। ওর ইয়র্কারগুলো একেবারে নিঁখুত। বিশেষ করে টেস্ট ক্রিকেটে কোন সময় ইয়র্কার দিতে হবে, তা খুব ভালভাবেই জানে বুমরা। তিন ফর্ম্যাটেই দুর্দান্ত ও।''
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে সাংবাদিক বৈঠকে এসে দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বুমরা। টেস্ট দলের লিডারশিপ গ্রুপেও রয়েছেন বুমরা। সোমবার সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের তারকা পেসার বলেছিলেন, "যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার কাছে সেটা বিরাট সম্মানের ব্য়াপার হবে। এরকম একজন প্লেয়ারকেও পাওয়া যাবে না যে, টেস্ট ক্যাপ্টেন হতে চাইবে না। আমি ব্যতিক্রম নই। আমার সেরাটুকু দিয়েই দলে অবদান রাখব। সেটা যেকোনও ভাবেই নেতৃত্ব দেওয়া হোক না কেন! পরিস্থিতি আমি সেভাবেই দেখি। দায়িত্ব নিয়ে প্লেয়ারদের সাহায্য় করার মানসিকতা আমার সবসময় ছিল এবং থাকবেও। যে কোনও পরিস্থিতিতেই তা বদলাবে না।'' উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল বুমরার।
বিরাটের টেস্টে নেতৃত্ব ছাড়ার ব্যাপারে প্রশ্ন করা হলেন ডানহাতি এই পেসার বলেন, ''এই সিদ্ধান্তটা বিরাটের একান্তই ব্যক্তিগত। আমি এই নিয়ে বলার কেউই নই। ও এত বছর ধরে ক্রিকেট খেলছে। নিজের শরীর কেমন সায় দিচ্ছে তা ও ভালমতোই বুঝতে পারছে। সবদিক ভেবেই হয়ত সিদ্ধন্ত নিয়েছে। কিন্তু আমাদের লিডারশিপ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য থাকবে আগের মতই।''