লাহোর: পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাক্তন টেস্ট ওপেনার নাসির জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসিত করল পাক ক্রিকেট বোর্ড। ১৬ মাসের তদন্ত শেষে এই সাজার ঘোষণা করেছে পাক বোর্ড।

টি ২০ টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের বয়স মাত্র দুই বছর। এরইমধ্যে এই লিগে  ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারির ঘটনায় ষষ্ঠ খেলোয়াড় হিসেবে সাজা পেলেন ২৮ বছরের জামশেদ।

পিসিবি-র পক্ষ থেকে  বলা হয়েছে, জামশেদের সাজার সঙ্গে সঙ্গে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়া শেষ হল। ট্রাইব্যুনাল একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এ ব্যাপারে আইনি পরামর্শদাতা তাফাজুল রিজভির একটি ভিডিও ফুটেজ শেয়ার করে এ কথা জানিয়েছ পিসিবি।

স্পট ফিক্সিং কেলেঙ্কারির  তদন্তকারী ট্রাইব্যুনালেপ সঙ্গে অসহযোগিতার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের ডিসেম্বরে জামশেদের ওপর ১২ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।

চলতি বছর ফিক্সিং সংক্রান্ত আরও পাঁচটি অভিযোগ ওঠে জামশেদের বিরুদ্ধে। ওই অভিযোগগুলি সঠিক প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছেন রিজভি। তিনি আরও বলেছেন, একজন খেলোয়াড় এভাবে তাঁর কেরিয়ার নষ্ট করলেন, এটা খুবই দুঃখের।

বাঁহাতি জামশেদ পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮ একদিনের ম্যাচ ও ১৮ টি ২০ ম্যাচ খেলেছেন। ২০১২-তে ভারতের বিরুদ্ধে পরপর দুটি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।