সিডনি: একটি মদের দোকানে কাজ করার সময় সেখান থেকে টাকা চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন আম্পায়ার ড্যারেল হেয়ার। এ বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৯,০০৫.৭৫ অস্ট্রেলিয়ান ডলার চুরি করেন তিনি। সিসিটিভি ফুটেজে এই চুরি ধরা পড়ায় বরখাস্ত করা হয় হেয়ারকে। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়। আদালতে নিজের দোষ স্বীকার করেছেন হেয়ার। তিনি জানিয়েছেন, জুয়ায় বেশ কিছু টাকা খুইয়েছিলেন। সেই কারণেই দোকান থেকে টাকা চুরি করেন। ওই দোকানের মালিককে টাকা ফেরত দিয়েছেন হেয়ার। এই কারণে আদালত তাঁর কারাদণ্ডের বদলে ১৮ মাস ভাল আচরণের বন্ডে জামিন মঞ্জুর করেছে।


১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন হেয়ার। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে একাধিকবার নো-বল ডেকে বিতর্কে জড়ান হেয়ার। ২০০৬ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগে পাঁচ রান পেনাল্টি দেন। এই ঘটনার প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় পাকিস্তান দল। বরাবরই বিতর্কিত হেয়ার এবার টাকা চুরিও করলেন।