নয়াদিল্লি: ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং পরামর্শদাতা রাহুল দ্রাবিড় ও বোলিং পরামর্শদাতা জাহির খানের বেতন এখনও ঠিক হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করল বিসিসিআই-এর প্রশাসক কমিটি। বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না, সিইও রাহুল জোহরি, কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী ও প্রশাসক কমিটির সদস্য ডায়না এডুলজি আছেন এই কমিটিতে।

আজ বৈঠকে বসেছিল প্রশাসক কমিটি। সেখানেই ঠিক হয়েছে, ১৯ তারিখ চার সদস্যের কমিটির বৈঠক হবে। ২২ তারিখ প্রশাসক কমিটিকে শাস্ত্রীদের বেতনের বিষয়ে মতামত জানাবে নয়া কমিটি। ১৯ তারিখ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় দল। দ্রাবিড় ও জাহির দলের সঙ্গে যাবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।