প্যারিস: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ফ্রান্স। নিসে ঘরের মাঠে দলের হয়ে দুরন্ত গোল করলেন ওসমান দেম্বেলে।
ফ্রান্সের নিসে আঁলিয়জ রিভিয়েরা স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইতালি। সেই ইতালি যারা ৪ বারের চ্যাম্পিয়ন হয়েও এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। খেলার ৮ মিনিটের মাথায় ফরাসিদের এগিয়ে দেন বার্সিলোনার সেন্টার ব্যাক স্যামুয়েল উমতিতি। এরপর গোল করার সুযোগ পেয়েছিল দুই দলই।
যদিও দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আঁতোয়া গ্রিজম্যান। তাঁর গোলটি আসে পেনাল্টি থেকে। এর কিছুক্ষণের মধ্যেই খেলার ফল ২-১ করে ফেলে ইতালি। গোল লিওনার্দো বনুচ্চির। ৬৩ মিনিটের মাথায় ম্যাচের সেরা মুহূর্ত। বার্সার ফরোয়ার্ড ওসমান দেম্বেলে দুরন্ত শটে ৩-১ এ এগিয়ে যায় ফ্রান্স।প্রস্তুতি ম্যাচে ইতালিকে হারালেও ম্যান ইউ তারকা, ফরাসিদের ভরসা পল পোগবা মোটেই ফর্মে নেই। সেটাই বিশ্বকাপের আগে ভাবাচ্ছে ফরাসি শিবিরকে। তবে, গ্রিজম্যানের আশ্বাস, টুর্নামেন্ট শুরু হলেও স্বমহিমায় ফিরবেন পোগবা।