মস্কো: রাশিয়া বিশ্বকাপে প্রথম গোলশূন্য ম্যাচ। গ্রুপ লিগের শেষ ম্যাচে ফ্রান্সকে রুখে দিল ডেনমার্ক। দুপক্ষই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, ব্যর্থ হলেন স্ট্রাইকাররা। গ্রুপ সি থেকে ফ্রান্স এবং ডেনমার্ক, দুদলই পৌঁছে গেল নকআউটে। গ্রুপ সি-তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করল ফরাসিরা। ৫ পয়েন্ট নিয়ে নক আউটে ডেনমার্কও। অন্য ম্যাচে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল পেরু। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারালেন পাওলো গারেরোরা। লিগ তালিকায় তৃতীয় হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল পেরু।