মস্কো: স্ক্রিপ্টটা যেন তৈরি-ই ছিল। শুধু তা মাঠে করে দেখানোর অপেক্ষা। রবিবার তেমনটাই করে দেখালেন ফরাসি ফুটবলাররা। একেবারে মাপা ফুটবল খেলে ২০ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা উঠল ফ্রান্সের মাথায়। এদিন লুজ়নিকি স্টেডিয়ামে বিশ্বকাপে প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দিল ‘লেজ় ব্লিউজ়’-রা।
এদিন ম্যাচের ম্যাচের ১৮ মিনিটে গ্রিজম্যানের ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে সেমসাইড করেন মান্দজুকিচ। ২৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে আবার সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
কিন্তু, ১০ মিনিট পরেই পেনাল্টিতে ফ্রান্সকে ফের এগিয়ে দেন গ্রিজম্যান। ৫৯ মিনিটে ফ্রান্সের পল পোগবা ব্যবধান আরও বাড়ান। ৬৫ ফ্রান্সের হয়ে চতুর্থ গোল করে যান কিলিয়ান এমবাপে। ৪ মিনিট পরই ব্যবধান কমান মান্দজুকিচ। কিন্তু, শেষরক্ষা হয়নি। বিশ্বকাপ জয় অধরাই থাকল লুকা মদ্রিচদের।
১৯৯৮ সালে দেশঁ-জিদান-দেশাইয়ি-দের পর ২০১৮ সালে বিশ্বকাপ জিতলেন গ্রিজম্যান-পোগবা-এমবাপেরা। মজার কথা হল, ১৯৯৮ সালে বিশ্বজয়ী ফরাসি দলের অধিনায়ক দেশঁ বর্তমান দলের কোচ। এর ফলে, ব্রাজিলেক মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের নজির ছুঁলেন তিনি।
তবে, ফাইনালে দারুন লড়াই দিয়েছে ক্রোটরা। কিন্তু, অভিজ্ঞতা ও প্রথমবার ফাইনালে খেলার চাপটা বড্ড বেশি হয়ে গিয়েছিল লুকা মদ্রিচ-রাকিতিচদের। মস্কোয় ইতিহাস গড়ার হাতছানি থাকলেও, শেষমেশ তা অধরাই থেকে গেল।