লন্ডন: যে ক্লাবে খেলার সুবাদে সারা বিশ্ব তাঁকে চিনেছিল, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আর ইতালিতে থাকছেন না। তাঁকে ফের দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডে। ‘সিআরসেভেন’-এর হাত ধরেই কি ফের সাফল্যের মুখ দেখবে ম্যান ইউ? ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ এসেছে ২০১২-১৩ মরসুমে। শেষ এফএ কাপ জয় ২০১৫-১৬ মরসুমে। শেষবার লিগ কাপ এসেছে ২০১৬-১৭ মরসুমে। ২০০৭-০৮ মরসুমের পর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ম্যান ইউ। ২০১৬-১৭ মরসুমে ইউরোপা লিগ এসেছে ওল্ড ট্র্যাফোর্ডে। সবমিলিয়ে রোনাল্ডো ক্লাব ছাড়ার পর সেভাবে সাফল্য আসেনি। এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন প্রাক্তন ফুটবলার ও বর্তমানে ম্যানেজার ওলে গুনার সোলস্কার। এর সঙ্গে রোনাল্ডো যুক্ত হওয়ায় ফের সোনালি দিনের অপেক্ষায় সারা বিশ্বের ম্যান ইউ সমর্থকরা। এখন থেকেই প্রত্যাশার পারদ গগনচুম্বী।


এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হিসেবে রোনাল্ডো ছাড়াও আছেন ইংল্যান্ডের তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা হিসেবে যাঁকে চিহ্নিত করা হচ্ছে সেই এডন স্যাঞ্চো। তিনি জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে নিজের দেশের ক্লাবে সই করেছেন। এছাড়া আছেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি, অ্যান্টনি মার্শিয়াল, মার্কাস র‍্যাশফোর্ডরা। ম্যান ইউয়ের মিডফিল্ডেও একাধিক তারকা। আছেন পল পোগবা, হুয়ান মাতা, জেসি লিনগার্ড, আন্দ্রিয়াস পেরেইরা, ব্রুনো ফার্নান্ডেজরা। ফলে বেশ শক্তিশালী দল ম্যান ইউ। সেই কারণেই সাফল্যের আশায় সমর্থকরা। 


২০০৯-এ ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। সেখান থেকে ইতালি হয়ে তিনি ফিরলেন ওল্ড ট্র্যাফোর্ডে। তিনি ইতালি ছাড়ছেন এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেই আসরে নামে ম্যাঞ্চেস্টার সিটি। অনেকটা এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু নাটকীয়ভাবে পট পরিবর্তন। পুরনো ক্লাবেই ফিরলেন ‘সিআরসেভেন’।


প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে থাকাকালীন দলকে সাফল্য এনে দিয়েছিলেন রোনাল্ডো। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এখনও পর্যন্ত শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যান ইউ। পুরনো সেই দিন ফিরে আসার প্রত্যাশায় সমর্থকরা।