মুম্বই: কুস্তির আঙিনায় এই মানুষটার কোনও বিকল্প ছিল না। বিশ্ব কুস্তি হোক বা ভারতীয় কুস্তির মঞ্চ। ''দ্য গ্রেট গামা'' নামে জনপ্রিয় হয়েছিলেন এই পালোয়ান, যিনি তাঁর কেরিয়ারে কোনও ম্যাচ কোনওদিন হারেননি। ১৮৭৮ সালে ২২ মে জন্ম হয়েছিল গামার। আজকের দিনেই। আজ তাই কিংবদন্তি এই পালোয়ানের ১৪৪ তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই এক ক্রিয়েটিভ ডুডলের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছে গুগল। এক নজরে জেনে নেওয়া যাক গামার কিছু আজানা তথ্য -


১. গামা পালোয়ানের আসল নাম ছিল গোলাম মোহাম্মদ বকশ বাট। পরে অবশ্য গামা পালোয়ান নামে পরিচিত লাভ করেন তিনি। গামা পালোয়ানকে নিয়ে অনেক গল্পই শোনা যায়। তেমনই একটি কাহিনী হল প্রায় ১২০০ কেজি ওজনের একটি পাথর তুলে ছুড়ে ফেলা। জানা যায় যে গুজরাতের বঢোদরার ক্রীড়াপ্রেমী রাজাকে নিজের শক্তি প্রদর্শন করতে এই কাজটি করেছিলেন গামা পালোয়ান। 


২. বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও চিনা অভিনেতা ব্রুস লি না কি গামা পালোয়ানের কাছে নিজের ব্য়ায়ামের কসরত শিখেছেন। গামার থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন ব্রুস লি। 


৩. প্রতিদিন ১০ লিটার দুধ পান করতেন। সেই সঙ্গে ৬টি দেশি মুরগিও ছিল তার খাদ্য তালিকায়। এর সঙ্গে, তিনি একটি পানীয় তৈরি করতেন যাতে তিনি প্রায় ২০০ গ্রাম বাদাম দিয়ে পান করতেন সেই পানীয়। গামার খাদ্যতালিকায় থাকত ১০০টি রুটিও। 


৪. ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ছিল প্রায় ১১৩ কেজি ওজনের গামা পালোয়ানের বিরুদ্ধে কোনও কুস্তিগীরই কোনওদিন জিততে পারেননি। পরবর্তীতে বিশ্বের কুস্তিগীররাও গামার বিরুদ্ধে হার মেনেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (১৯১০) এবং ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (১৯২৭) সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিলেন।


৫. দেশভাগের পরে পাকিস্তানে চলে গিয়েছিলেন দ্য গ্রেট গামা। এরপর লাহোরে ১৯৬০ সালে ২৩ মে মারা যান গামা।