কলকাতা: তিনি কলকাতায় থাকছেন। থাকছেন বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে। যেখানে থাকছেন, সেখান থেকে সাউথ সিটিতে তাঁর আবাসনের দূরত্ব মেরেকেটে সাড়ে ৯ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে আধ ঘণ্টারও কম।


কিন্তু শহরে থেকেও মেয়ের জন্মদিনে থাকতে পারছেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। কারণ, তিনি রয়েছেন আইপিএলের (IPL) জৈব সুরক্ষা বলয়ে। অন্যদিকে তাঁর স্ত্রী দেবারতি ও সন্তানেরা রয়েছেন বাড়িতে। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অন্যান্য ক্রিকেটারদের পরিবার তাঁদের সঙ্গে থাকলেও ঋদ্ধির স্ত্রী-সন্তানেরা বাড়িতেই আছেন। এদিকে সোমবার ঋদ্ধিমান-রোমির কন্যা আনভির জন্মদিন। কলকাতায় থেকেও মেয়ের জন্মদিনে সশরীরের হাজির থাকতে পারবেন না বঙ্গ তারকা। স্বাভাবিকভাবেই সাহা পরিবারে সকলের মন খারাপ।


এবিপি লাইভকে দেবারতি বললেন, 'সোমবার আনভির জন্মদিন। আট পূর্ণ করে নয়ে পা দিচ্ছে। কিন্তু কলকাতায় থাকলেও মেয়ের জন্মদিনে হাজির থাকতে পারবে না পাপালি (ঋদ্ধিমানের ডাকনাম)। ও বায়ো বাবল ছেড়ে বেরতে পারবে না। আমিও বায়ো বাবলের মধ্যে ঢুকতে পারব না।'


মেয়ের জন্য কোনও উপহার পাঠাচ্ছেন ঋদ্ধি? দেবারতি বলছেন, 'ও কোনওদিনই এসব নিজে করে না। সব কিছু আমার ওপর ছেড়ে দেয়। আমিই সব আয়োজন করি।'


তবে মেয়ের জন্মদিনে শহরে থেকেও কেকের ভাগ পাবেন না, তাও আবার হয় নাকি! দেবারতি বলছেন, 'ওর জন্য কেক ও খাবার পাঠানো হবে টিমহোটেলে।' যোগ করলেন, 'এমনিতে আইপিএলে ও যখন যে দলেই খেলুক না কেন, কলকাতায় ম্যাচ থাকলে দলের সতীর্থরা ওর কাছে মিষ্টি খাওয়ার বায়না করে। সকলের জন্য মিষ্টি ও দই পাঠানো হয়। এবারও তাই হয়েছে।'


আনভির জন্মদিন ঋদ্ধিকে ছাড়া কাটবে, মন খারাপ করবে না? দেবারতি বলছেন, 'আসলে ও মুম্বইয়ে থাকলে এতটা খারাপ লাগতো না হয়তো। কিন্তু কলকাতায় থেকেও আনভির জন্মদিনে থাকতে পারবে না বলে খারাপ লাগছে।'


আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পরে ভেবেছিলাম ঋদ্ধিমান টেস্টে সুযোগ পাবে, স্ত্রীর গলায় হতাশা