রাজকোট: দশম আইপিএল অভিযানের শুরুটা দুর্দান্ত করল কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গুজরাত লায়ন্সের বড় রান তাড়া করে ১০ উইকেটে জয় পেল কেকেআর। ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কেকেআর। আইপিএল-এ এর আগে কোনও দল এত রান তাড়া করে ১০ উইকেটে জয় পায়নি। ফলে আজ নজির গড়ল কেকেআর।

কলকাতার এই জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক গৌতম গম্ভীর (৭৬) ও ক্রিস লিনের (৯৩)। তাঁরা দু জনেই অসাধারণ ইনিংস খেললেন। তাঁদের দাপটে ম্লান হয়ে গেল গুজরাতের অধিনায়ক সুরেশ রায়নার অসাধারণ ইনিংস। গতবার আইপিএল-এ দুটি ম্যাচেই কেকেআর-কে হারিয়ে দিয়েছিল গুজরাত। এবার সেই হারের বদলা নিলেন গম্ভীররা।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক। তবে তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগেনি। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৩ রান করে গুজরাত। অধিনায়ক রায়না ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক করেন ৪৭ রান।

আজ গুজরাতের হয়ে ওপেন করতে নামেন ব্রেন্ডন ম্যাকালাম ও জেসন রয়। কেকেআর-এর হয়ে বোলিং আক্রমণ শুরু করেন ট্রেন্ট বোল্ট ও পীযূষ চাওলা। শুরুতেই বিপক্ষকে চাপে ফেলে দেন চাওলা। তাঁর বলে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রয় (১৪)। প্রাথমিক ধাক্কা সামলে ভালই এগিয়ে যাচ্ছিল গুজরাত। তবে নবম ওভারের প্রথম বলেই আঘাত হানেন কুলদীপ যাদব। তাঁর বলে এলবিডব্লু হন ম্যাকালাম (৩৫)। অ্যারন ফিঞ্চ ক্রমশঃ বিপজ্জনক হয়ে উঠছিলেন। তবে তিনি ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। কুলদীপ ফের ধাক্কা দেন। তাঁর বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিঞ্চ (১৫)।

গুজরাতের দলে চার বিদেশিই ব্যাটসম্যান। তাঁদের থামানোর জন্য গম্ভীরের বাজি ছিলেন তিন স্পিনার। কুলদীপ ভাল বল করেন। কিন্তু হতাশ করলেন সুনীল নারিন। তিনি ৪ ওভারে কোনও উইকেট না দিয়ে দিলেন ৩৩ রান। চাওলা ১ উইকেট পেলেও ৩৩ রান দিলেন। সেই কারণেই বড় রান করতে পারে গুজরাত। তবে বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটসম্যানরা সেই খামতি ঢেকে দিলেন।