নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কদের অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিংহ ধোনির চেয়ে বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সহজেই জেতার পর প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলেছেন, হারের কথা ভেবে ভয় না পেয়ে টেস্ট ম্যাচে জয়ের জন্য ঝাঁপান বিরাট। এই প্রবণতাই তাঁকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।


২০১৪ সালে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন বিরাট। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল এখনও পর্যন্ত মাত্র দু’টি টেস্ট সিরিজ হেরেছে। ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জিতেছে বিরাটের দল। এই রেকর্ডের কথা মাথায় রেখেই গম্ভীর বলেছেন, ‘কেউ যদি হারের কথা ভেবে ভয় পেয়ে যায়, তাহলে সে কোনওদিন জিততে পারবে না। বিরাটের সবচেয়ে ভাল দিক হল, ও হার নিয়ে আতঙ্কিত থাকে না। আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনির কথা বলি। কিন্তু বিরাটের অধিনায়কত্বে ভারতীয় দল বিদেশেও জিততে শুরু করেছে। বিরাট যে ঝুঁকি নিয়েছে, সেটা অন্য কোনও অধিনায়ক নিতে পারেননি। অন্য অধিনায়করা টেস্ট ম্যাচে হার এড়াতে অতিরিক্ত ব্যাটসম্যান চাইতেন। বিরাটই একমাত্র অধিনায়ক যে বিদেশে পাঁচ বোলার নিয়ে খেলেছে। ও হার্দিক পাণ্ড্যকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করে। ঝুঁকি নিয়ে ও সাফল্য পেয়েছে।’