নয়াদিল্লি: শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ভারত জয়ী হয়েছে। আন্তর্জাতিক টি ২০ তে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। আর এরপরই দিল্লির রঞ্জি দলে সাইনির অন্তর্ভূক্তিকে বাধা দানের চেষ্টার জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী ও চেতন চৌহানকে আক্রমণ করেছেন গৌতম গম্ভীর।

আমেরিকার ফ্লোরিডায় লডারহিলে শনিবারের ম্যাচে ২৬ বছরের সাইনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ রানে তিন উইকেট নিয়ে দলের ৪ উইকেটে জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। আর সাইনির এই পারফরম্যান্সের উল্লেখ করে ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটারকে নিশানা করেছেন গম্ভীর।

গম্ভীরের ট্যুইট-‘ভারতীয় দলে অভিষেকের জন্য নভদীপ সাইনিকে অভিনন্দন। বল করার আগেই তুমি দুটো উইকেট পেয়েছ- বিষাণ বেদী ও চেতন চৌহান। মাঠে নামের আগেই যে প্লেয়ারের ক্রিকেটীয় শোকগাথা তাঁরা লিখে ফেলেছিলেন, সেই ক্রিকেটারকে অভিষেক করতে দেখেই তাঁদের মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে। লজ্জার!!!’



উল্লেখ্য, হরিয়ানার সাইনিকে দিল্লির রঞ্জি দলে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে গম্ভীরের উদ্যোগ দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে গোষ্ঠী অনুমোদন করেননি, তাদের মধ্যে ছিলেন বেদী ও চৌহান। একজন বহিরাগত কীভাবে দিল্লি দলে জায়গা পাবে, সেই প্রশ্ন তুলেছিলেন  তাঁরা।

বেদী ও চৌহানকে এর আগেও এই বিষয়টি নিয়ে বিঁধেছিলেন ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার গম্ভীর। গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় দলে সাইনির জায়গা পাওয়ার পরও একইভাবে বেদী ও চৌহানকে একহাত নিয়েছিলেন গম্ভীর। যদিও ওই টেস্টে সাইনি খেলেননি।

সাইনি তাঁর সাফল্যের ক্ষেত্রে গম্ভীর ও দিল্লির আরও কয়েকজন সিনিয়র প্লেয়ারের অবদানের কথা জানিয়েছেন।