নয়াদিল্লি: দীর্ঘ প্রতিক্ষার অবসান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তারপর আর দেখা নেই। মাঝে দীর্ঘ চার বছর দেশের ক্রিকেট সার্কিটে চর্চা হলেও আন্তর্জাতিক মঞ্চে তাঁকে দেখা যায়নি। এবার তাঁর সামনে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ চলে এল। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজি ভারতীয় স্কোয়াডে রাখা হেয়েছে কেরলের তরুণ প্রতিভা সঞ্জু স্যামসনকে। ওয়াকিবহল মহলের মতে এই সিরিজে নিজেকে প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ থাকবে তাঁর। আর তা না হলে অপেক্ষার সময় হয়ত আরও বাড়বে। তাই নিজের প্রতিভার সঙ্গে এবার তাঁকে সুবিচার করতেই হবে। সঞ্জুর উদ্দেশে এমনই বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
এক নজরে দেখে নিন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড
বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরানের (২১২) ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন সঞ্জু। এবারের দল নির্বাচনের ক্ষেত্রেও তাঁর এই পারফরম্যান্স প্রভাব ফেলেছে বলে অনেকের মত। বাংলাদেশের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখবেন সঞ্জু, আশাবাদী গম্ভীর। কেরলের এই তরুণ তুর্কিকে অভিনন্দন জানিয়ে দিল্লির এই তারকা ট্যুইট করেছেন, “টি-টোয়েন্টি স্কোয়াডে নির্বাচিত হওয়ায় তোমাকে অভিনন্দন। মসৃণ হাত, ক্ষিপ্র পা আর বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে যাও, নিজের মুহূর্তগুলোকে তালুবন্দি কর।”
প্রসঙ্গত, টি-টোয়েন্টি সার্কিটে সঞ্জুর বেশ নামডাক রয়েছে। বিশেষ করে আইপিএল-এ। তিনি আইপিএল-এ শতরান পাওয়া ভারতীয়দের মধ্যে অন্যতম একজন। এখনও পর্যন্ত ৯৩টি ম্যাচে ২ হাজার ২০৯ রান করেছেন সঞ্জু। ২৪ বছরের এই ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ২টি শতরান এবং ১০টি অর্ধ শতরান। স্ট্রাইরেটও নজরকাড়া। এবার সঞ্জুর সেই ঝলক বাংলাদেশের বিরুদ্ধেও দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।