কলকাতা: ভারতের সীমিত ওভারের দলে দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলকে ফিরিয়ে আনার পক্ষে জোরাল সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন যে, সাদা বলের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী। দুই রিস্ট স্পিনার ফিরলে সংক্ষিপ্ততম ফরম্যাটে (টি ২০) তা ভারতীয় দলের পক্ষে খুবই সহায়ক হতে পারে বলেই মনে করেন সৌরভ।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ভারতের দল খুবই ভালো কিন্তু বিরাটের এই ফরম্যাচেই দুই রিস্ট স্পিনারকে ফিরিয়ে আনার দরকার। আমি আশা করছি যে, অন্যদের সুযোগ দিতে যজুবেন্দ্র চাহলকে বিশ্রাম দেওয়া হয়েছেষ নাহলে ও অবশ্যই টি ২০ ফরম্যাটের স্কোয়াডে অবশ্যই থাকত।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন না কুলদীপ ও চাহল। কোহলি ইঙ্গিত দিয়েছিলেন যে, ব্যাটিং লাইনআপে আরও গভীরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
২০১৯ বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিলেন এই দুই রিস্ট স্পিনার। কিন্তু বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তাঁরা। তাঁদের পারফরম্যান্সের দিকে তাকালে বোঝা যাবে যে, গত কয়েক বছরে, বিশেষ করে টি ২০ ক্রিকেটে ভারতীয় হয়ে তাঁরা অসাধারণ বোলিং করেছেন। কুলদীপ ১৮ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন, ইকনমি রেট ৬.৭২। অন্যদিকে, চাহলের ইকনমি প্রায় ৮ হলেও ৩১ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৬ উইকেট।
সৌরভ বলেছেন, ভারতের প্রথম একাদশে একসঙ্গে দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ও ক্রুণাল পান্ড্য খেলানোর প্রয়োজন নেই। তিনি আশা করেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভালো পিচ দেখা যাবে। কারণ, যে কোনও পিচেই ভারত খুবই ভালো দল।