মুম্বই: মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রতি বছর অসংখ্য পর্বতারোহী এই শৃঙ্গের উদ্দেশে পাড়ি দেন। এবার সেই এভারেস্টেরই এক অন্য ছবি ভাইরাল হল। যা দেখে মন ভাঙতে বাধ্য। ঐতিহাসিক এভারেস্ট যেন নোংরা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তাঁর ট্যুইটারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এভারেস্টের বেসক্যাম্পের ওখানে রীতিমতো আবর্জনা ছড়়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। ছবিটা যে সত্যিই হৃদয়বিদারক, তা বলার অপেক্ষা রাখে না। এভারেস্ট টুডে-র একটি ভিডিও থেকেই তা শেয়ার করেছেন সুপ্রিয়া সাহু।