নয়াদিল্লি : টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কী পরিকল্পনা রয়েছে তাঁর ? তা জানতে গৌতম গম্ভীরের সঙ্গে এক ঘণ্টার ভার্চুয়াল বৈঠক সারল BCCI। এমনই রিপোর্ট সামনে আসছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড কী রাখা হবে তা নিয়ে আলোচনা হয়। মিটিংয়ে ছিলেন অজিত আগরকরের নির্বাচক কমিটির সদস্যরা, গম্ভীর ও বিসিসিআই সচিব জয় শাহ। এমনই রিপোর্ট Cricbuzz-এর। মনে করা হচ্ছে, বিরাট কোহলি ও জশপ্রীত বুমরার মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ আসতে পারে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলদের। এঁরা সদস্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। প্রাথমিকভাবে রোহিত শর্মাও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একদিনের সিরিজে থাকবেন না বলে মনে করা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক আপডেট অনুয়ায়ী, তিনি হয়তো ছুটি কাটছাঁট করে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারেন।


শ্রীলঙ্কায় একদিনের সিরিজে সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কেএল রাহুল-সূর্যকুমার যাদবদের থেকে সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হতে পারে। চোটের ইতিহাসের কারণে নেতৃত্বের দৌড়ে পিছিয়ে পড়েছেন হার্দিক।


নয়াদিল্লির বাড়ি থেকে এদিন মিটিংয়ে যোগ দেন গম্ভীর। বৈঠকে তিনি স্কোয়াডে কী ধরনের খেলোয়াড় চাইছেন তা জানিয়ে দেন। রিপোর্টে বলা হয়েছে, গম্ভীর যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করেছেন তার মধ্যে মূল ফ্যাক্টর রয়েছে- দায়বদ্ধতা।   


এই আবহে শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। এমনই রিপোর্ট। টি২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে একযোগে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্ব দেন শুভমন গিল। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। এই পরিস্থিতিতে টি২০-তে সূর্যকুমারকে অধিনায়ক করা নিয়ে আলোচনা চলছে। ESPN Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, রোহিত সরে দাঁড়ানোর পর টি২০-তে স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব হার্দিককে তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু, তাঁর ফিটনেস নিয়ে চিন্তার কারণে এই দায়িত্ব হস্তান্তর করা হতে পারে সূর্যকুমারকে। গত বছরে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার।এই পরিস্থিতিতে খবর, সম্প্রতি পাণ্ড্যর সঙ্গে নতুন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন গম্ভীর ও আগরকর। তাঁকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে, দলে স্থায়ীত্বের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।