দুবাই: ধারাভাষ্যকারের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে দুবাইতেই তিনি। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। ম্যাচের পর গৌতম গম্ভীর হৃদয় জয় করে নিলেন লঙ্কা সমর্থকদেরও। ম্যাচ শেষে অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে মাঠে নেমে আসেন গম্ভীর। শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের প্রশংসার পাশাপাশি লঙ্কা সমর্থকদের অভিবাদনও কুড়িয়ে নেন তিনি।


শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে গম্ভীর


গতকাল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানে দুরন্ত জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। আর তাঁদের জয়ের পরই গৌতম গম্ভীর নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা দলের জাতীয় পতাকা হাতে। লঙ্কা সমর্থকরাও উল্লাসে ফেটে উঠেছেন। নিজের ট্যুইটারে পোস্টে ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ''সুুপারস্টার দল। যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। অনেক অনেক শুভেচ্ছা।''


 






গোটা একটা দেশ জ্বলছে। রাস্তায় রাস্তায় শুধু প্রতিবাদীদের মিছিল। জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষ যাতে দু'বেলা দু'মুঠো খেতে পারেন, তা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন কুমার সঙ্গকারা থেকে শুরু করে দেশের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারেরা। রাজনৈতিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, আয়োজক হলেও এবারের এশিয়া কাপ দেশের মাটিতে করতেই পারেনি শ্রীলঙ্কা। বাধ্য হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যেতে।


আর চূড়ান্ত বিশৃঙ্খলায় জর্জরিত দেশবাসীর মুখে হাসি ফোটালেন দাসুন শনাকারা। বিধ্বস্ত রোজনামচায় ফিরল সাময়িক স্বস্তি। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া সেরার মুকুট ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ফেভারিট হিসাবে ফাইনালে নামলেও বাবর আজমদের জন্য বরাদ্দ রইল শুধুই হতাশা। শ্রীলঙ্কার ১৭০/৬ তাড়া করতে নেমে ১৪৭ রানে অল আউট পাকিস্তান।


২০১৪ সালে শেষবার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। তার আট বছর পর ফের একটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।