ছবির ক্যাপশনে গম্ভীর মজাদার ভঙ্গিতে লিখেছেন, 'দুই মেয়ের বাবা হিসেবে পেডিকিওর করতে অনেকটাই দক্ষ হয়ে উঠেছি...অষ্টমী কঞ্জক-এর দিন তাদের আশীর্বাদ চেয়ে নিয়েছি!! নাতাশা গম্ভীর আমার এই পরিষেবার বিল কাকে পাঠাব?'
উল্লেখ্য, পাকিস্তানের পেসার মহম্মদ ইরফান দাবি করেছেন যে, ২০১২-তে তিনি গম্ভীরের সাদা বলের ক্রিকেটের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন। একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে এই পাক বোলারের দাবি, তাঁর জন্যই গম্ভীরের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। তারপর গম্ভীর আর দলে ফিরতে পারেননি। মহম্মদ ইরফান আরও বলেছেন, তাঁর ফুল লেংথ ডেলিভারি সামলাতে পারছিলেন না গম্ভীর। তাঁর শর্টার বলে গম্ভীরের পুল শটও কাজ করছিল না বলেও মহম্মদ ইরফানের দাবি।