নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের হাস্যকৌতুক রস যে অসাধারণ সেকথা বলাই বাহুল্য। শনিবারই ৩৬-এ পা দিয়েছেন গম্ভীর। সেদিন তিনি তাঁর স্ত্রী ও দুই কন্যার সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, লিডিং লেডিস এবং গতরাতের জন্মদিনের কেক। তবে আমার হাসি মুখ দেখে ভাববেন না আমি হাসছি। আসলে আমার মনে হচ্ছে আমি কোনও ট্রেনের লেডিস কামরায় উঠে পড়েছি। সেখানে আমি একাকী একজন পুরুষ যাত্রী।
আর এই মজার ক্যাপশনে এরমধ্যেই ১৩ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে।
এদিকে সেদিনই সকালে দিল্লির রঞ্জি দলও গম্ভীরের জন্যে একটি কেক আনে। সেই কেক কাটার পর গম্ভীর লেখেন, এখন আমাকে মোমবাতি নেভাতে বেশি সময় নিতে হয়, কেক কাটার চেয়ে।
গৌতমের নয়া নাম এবার দিতেই পারেন টুইটারাইটরা....মিস্টার ফানিবোন