বিশাখাপত্তনম: বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সুনীল গাওস্কর। এই কিংবদন্তীর মতে, টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে না পারায় অশ্বিনের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ করা উচিত নয়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। বোলারদের মধ্যে তাঁর পারফরম্যান্সই সবচেয়ে উজ্জ্বল। বিশাখাপত্তনমে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর অশ্বিনের প্রশংসা করে গাওস্কর বলেছেন, ‘অশ্বিনের দলে সুযোগ পাওয়ার বিষয়ে নিশ্চয়তা দরকার। ও স্বস্তি পাচ্ছে না বলেই কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ওর উপর টিম ম্যানেজমেন্টের আস্থা নেই। ও দলে কোণঠাসা হয়ে পড়ছে। সেই কারণেই ও বাড়তি পরিশ্রম করছে।’

গাওস্কর আরও বলেছেন, ‘অশ্বিনের সঙ্গে সবসময় অন্য কারও তুলনা করা হয়। ও যখন অস্ট্রেলিয়ায় খেলছিল, তখন ওর সঙ্গে নাথান লিয়নের তুলনা করা হচ্ছিল। ইংল্যান্ডে খেলার সময় আবার মইন আলি ৬-৭ উইকেট নেওয়ার পর বলা হচ্ছিল, অশ্বিন উইকেট নিতে পারছে না। আমার মনে হয়, শুধু ক্রিকেটীয় পারফরম্যান্সের কারণেই অশ্বিন কোণঠাসা হয়ে পড়ে না। যে সাড়ে তিনশোর বেশি উইকেট নিয়েছে, তাকে দলে কোণঠাসা করে রাখা যায় না।’