নয়াদিল্লি: বাঁ হাতের বুড়ো আঙুলে চিড়ের কারণে বিশ্বকাপ থেকে শিখর ধবন ছিটকে গেলে তাঁর পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সে রকম পরিস্থিতি এলে সুনীল গাওস্কর ও কেভিন পিটারসেন ঋষভ পন্তকে ভারতীয় দলে চাইছেন। অন্যদিকে, গৌতম গম্ভীর বলেছেন, এক্ষেত্রে অম্বাতি রায়ডু দলে ডাকা উচিত।
গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পান ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। এরপর আঙুলের যন্ত্রনা নিয়েই ব্যাটিং করে ম্যাচ জেতানো শতরানের ইনিংস খেলেন তিনি।
আঙুলের এই চোটের জন্য আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ধবন খেলতে পারবেন না বলেই খবর। এই অবস্থায় তাঁর জায়গায় স্ট্যান্ডবাই খেলোড়ায় হিসেবে পন্ত, রায়ডু ও শ্রেয়স আয়ারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ধবন খেলতে না পারলে সে অবস্থায় কাকে দলে নেওয়া উচিত, এই প্রশ্নের জবাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গাওস্কর বলেছেন, এক্ষেত্রে ঋষভ পন্তকে দলে নেওয়া উচিত। আইপিএলে দুরন্ত ফর্মে ছিল ও। দলে জায়গা পাওয়ার যে ও দাবি রাখে, তা প্রমাণে সম্ভবত মুখিয়ে রয়েছে। কিন্তু শিখর ও চিকিত্সকরা যদি বলেন যে, পরবর্তী ১৮ দিনের মধ্যে ও সেরে উঠবে তাহলে ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে না পারলেওওর জন্য আমি অপেক্ষা করার পক্ষপাতী।
ধবন ছিটকে গেলে পন্তকে দলে নেওয়ার পক্ষে মত ব্যক্ত করেছেন পিটারসেনও। তিনি বলেছেন, শিখর ছিটকে গেলে পন্তকে ইংল্যান্ডে নিয়ে আসতে হবে। কেএল রাহুল ওপেন করবে এবং চার নম্বরে পন্ত।
গম্ভীর কিন্তু বলেছেন, শিখরের জায়গায় দলে আসতে না পারলে রায়ডুর কেরিয়ার শেষ। ওর একদিনের ক্রিকেটে গড় ৪৫। এরপরও বিশ্বকাপ দলে ওর না থাকাটা হতাশাজনক।
বিশ্বকাপ থেকে ধবন ছিটকে গেলে পন্তকে চান গাওস্কর, পিটারসেন, রায়ডুর পক্ষে গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2019 07:28 PM (IST)
বাঁ হাতের বুড়ো আঙুলে চিড়ের কারণে বিশ্বকাপ থেকে শিখর ধবন ছিটকে গেলে তাঁর পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সে রকম পরিস্থিতি এলে সুনীল গাওস্কর ও কেভিন পিটারসেন ঋষভ পন্তকে ভারতীয় দলে চাইছেন। অন্যদিকে, গৌতম গম্ভীর বলেছেন, এক্ষেত্রে অম্বাতি রায়ডু দলে ডাকা উচিত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -