বেঙ্গালুরু: টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০। ক্রিকেট খেলা আরও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। দু দল ১০ ওভার করে ব্যাট করবে। ফুটবলের মতোই ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই টি-১০ লিগ। সেখানে খেলতে দেখা যাবে বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেইল, শাহিদ আফ্রিদি, কুমার সঙ্গাকারাদের।
টেন ক্রিকেট লিগ নামে এই প্রতিযোগিতার সভাপতি শাজি উল মুলক বলেছেন, ‘শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হবে এই লিগ। আমরা এই নতুন ধাঁচের ক্রিকেট নিয়ে আশাবাদী। ক্রিকেট এবার ৯০ মিনিটের খেলা হয়ে যাচ্ছে। এতদিন আমরা টি-২০ ম্যাচ উপভোগ করেছি। এবার টি-১০ উপভোগ করার অপেক্ষা।’
সংযুক্ত আরব আমিরশাহীতে টি-১০ লিগে খেলবেন সহবাগ, গেইল, আফ্রিদিরা
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2017 06:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -