লাহৌর: পাহাড় তাঁকে ডাকত। পাহাড়ে চড়ার নেশাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল।
পাকিস্তানের পাহাড়ে মর্মান্তিক পরিণতি হল জার্মানির বিখ্যাত বায়াথলন চ্যাম্পিয়ন লরা ডালমেইয়ারের (Laura Dahlmeier)। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা পাকিস্তানের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে প্রয়াত হলেন। কারাকোরাম পর্বতমালার লায়লা শৃঙ্গে (Laila Peak in the Karakoram range) মর্মান্তিক ঘটনার শিকার হলেন তিরিশ বছরের জার্মান তরুণী। সোমবার ৬ হাজার ৯৬ মিটার উচ্চতার শৃঙ্গে আরোহণের সময় বিশালাকার পাথর গড়িয়ে পড়ে তাঁর ওপর। মৃত্যু হয়েছে অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর। পাক অধিকৃত কাশ্মীরের ঘটনা।
গিলগিট বালতিস্তান প্রদেশের সরকারি মুখপাত্র ফইজুল্লাহ ফরক লরা ডালমেইয়ারের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। তাঁর দেহ এখনও উদ্ধার করা যায়নি। লরা ডালমেইয়ারের মৃতদেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বুধবার থেকে তাঁর মরদেহ স্কার্দু শহরে আনার চেষ্টা শুরু হয়েছে। উদ্ধারকারী দল এখনও সেই প্রচেষ্টায় লেগে রয়েছে।
লরা ডালমেইয়ার অবশ্য একা ছিলেন না। এই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন মারিনা ইভা। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। মঙ্গলবার উদ্ধারকারী দলের সদস্যদের সাহায্যে তিনি বেস ক্যাম্পে ফিরতে সক্ষম হয়েছেন। ইভার থেকে বিবরণ শুনেই উদ্ধারকারী দল লরা ডালমেইয়ারের দেহ খুঁজে আনতে আরও তৎপর হয়েছে।
লরা ডালমেইয়ারের ব্যবসা ও প্রচার সংক্রান্ত কাজ সামলাত জার্মানির যে সংস্থা, তারা জানিয়েছে যে, পাহাড়ের ৫৭০০ মিটার উচ্চতায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়েছিলেন লরা ডালমেইয়ার। জার্মানির ব্রডকাস্টার সংস্থা জেডডিএফ জানিয়েছে, পাথর গড়িয়ে পড়ায় গুরুতর জখম হন লরা।
তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া ক্রীড়ামহলে। জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টিনমেয়ার গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, 'লরা ডালমেইয়ার অসাধারণ এক ক্রীড়াবিদ ছিলেন।' ২০১৮ সালে প্রথম অলিম্পিক্স সোনা জেতেন লরা ডালমেইয়ার। সব মিলিয়ে জোড়া অলিম্পিক্স পদক। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন। খেলা ছাড়ার পর তাঁর নেশা ছিল পর্বতারোহণ। আল্পস পাহাড়ের রোমাঞ্চকর পরিবেশে তাঁর তোলা ছবিতে সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে।