ওয়ারশ: তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। জার্মানির (Germany Football Team) বিপর্যয় দেখে হই চই পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে।
বিশ্বকাপের পরেও জার্মানির ফুটবলের হতশ্রী ছবিটা বদলাল না। শুক্রবার রাতে ওয়ারশ-তে চিরপ্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেল জার্মানি (Poland vs Germany)। ম্যাচটি প্রীতি ম্যাচ ছিল। তবু জার্মানি ফুটবলের দলের পারফরম্যান্সে সমালোচনার ঝড়।
কাতার বিশ্বকাপের পরই জোয়াকিম লো কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। জার্মানির নতুন কোচ হয়েছেন হ্যান্সি ফ্লিক। তবে কোচ বদলেও দলের ভাগ্য বদলাল না। ওয়ারশ-তে একের পর এক সুযোগ তৈরি করলেও কাজের কাজটিই করতে পারলেন না জামাল মুসিওয়ালারা। লক্ষ্যভেদ করতে ব্যর্থ হল জার্মানি।
ম্যাচে যদিও দাপট ছিল জার্মানিরই। পোল্যান্ডের গোল লক্ষ্য করে ২৫টি শট নেয় জার্মানি। যার মধ্যে ৯টি শট নিশানায় ছিল। কিন্তু প্রত্যেকবারই প্রতিহত হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন জাকুব কিউয়িওর। আর্সেনালের সেন্টার ব্যাক কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন।
আগামী বছর ইউরো হবে জার্মানিতে। আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ নিশ্চিত জার্মানির। তাই এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে না জার্মানিকে। যোগ্যতা অর্জন পর্বে খেললে বিপাকে পড়তে হতো কি না, সেই শঙ্কা হতেই পারে জার্মান সমর্থকদের। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি গত ছয় মাসেও নিজেদের গুছিয়ে নিতে পারেনি। শুক্রবার সেই ছবিটাই ফের একবার প্রকট হয়ে গেল।
শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। ১৯৩৩ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার পোলিশদের কাছে হারল জার্মানি। আর কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেলে এটি তাদের তৃতীয় জয়হীন ম্যাচ।
পোল্যান্ডের জন্য ম্যাচটি ছিল জ্যাকব ব্লাজিকোভস্কিকে শেষ ম্যাচ। ৩৭ বছর বয়সী উইঙ্গার পোল্যান্ডের হয়ে ১০৯তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। প্রায় এক দশক বরুসিয়া ডর্টমুন্ডে খেলা ব্লাজিকোভস্কিকে স্ট্যান্ডিং ওবেশন দেন জার্মানি ও পোল্যান্ডের খেলোয়াড়রা।
আরও পড়ুন: স্ত্রী-কে জানিয়েছিলাম যে অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ সিরিজ: অশ্বিন