চেন্নাই: আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে এদিন দুবাইয়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে এদিন সিএসকে শিবির আইপিএল খেলতে রওনা হয়ে গেল। সিএসকের ট্যুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'গেট রেডি ফোকস'।
ধোনি সহ চেন্নাই সুপার কিংসের সব ক্রিকেটাররাই নিজেদের পরিবারের সঙ্গে দুবাই উড়ে গেলেন। সিএসকে একটি ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ধোনি, রায়না, উথাপ্পা, দীপক চাহার প্রত্যেককেই। গত ৫ মে আইপিএল মাঝপথেই স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। করোনার বাড়বাড়ন্তের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। কিন্তু গত মাসেই আবার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি ঘোষণা করেছে বোর্ড। সেখানে জানানো হয়েছে, বাকি ৩১ ম্যাচ ২৭ দিনে আয়োজিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্য়াপিটালস। ৮ ম্য়াচ খেলে তাঁদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিএসকে ও আরসিবি। ধোনির দল ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় হাসিল করে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৭ ম্য়াচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছেন।
এদিকে আমিরশাহিতে এবার আইপিএলে করোনাবিধি সহ আরও বিভিন্ন রকম কঠোরতা অবলম্বন করা হচ্ছে ক্রিকেটারদের শারীরিক সুস্থতার কথা ভেবে। বোর্ডের তরফে ৪৬ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ত্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবে নতুন নিয়ম করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে ৬ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও ১৪ টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত বছর আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল আইপিএল। করোনা আবহেও গত আইপিএল দুবাইয়ে আয়োজন হওয়ার পর প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এবারও তাহলে আমিরশাহিতেই আয়োজন করা হোক আইপিএল।