কলকাতা: হরভজন সিংহের পর কুদলীপ যাদব। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করলেন এক ভারতীয় স্পিনার। হরভজন হ্যাটট্রিক করেছিলেন টেস্টে, কুলদীপ বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে হ্যাটট্রিক করলেন। ভারতকে জেতানোর পর ইডেনের নায়ক বলছেন, ‘হ্যাটট্রিক করতে পারব ভাবিনি। এটা আমার কাছে বিশেষ মুহূর্ত। কারণ, এর ফলেই ম্যাচের মোড় ঘুরে যায়। এটা সত্যিই গর্বের মুহূর্ত।’
এদিন শুরুতে ছন্দে ছিলেন না চায়নাম্যান কুলদীপ। কিন্তু শেষদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরপর তিন বলে তিনি ফিরিয়ে দেন ম্যাথু ওয়েড, অ্যাশটন আগর ও প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। কপিলদেব ও চেতন শর্মার পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করেছেন কুলদীপ। তিনি বলেছেন, গত ম্যাচে তাঁর এক ওভারে তিনটি ছক্কা হওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে পরামর্শ নিতে গিয়েছিলেন। ধোনি বলেন, যেভাবে ইচ্ছা বল করতে। সেই পরামর্শ শুনে খোলা মনে বল করেই সাফল্য এসেছে।
জয়ের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘ইনিংসের বিরতির সময় মনে হয়েছিল, আমরা যথেষ্ট রান করতে পারিনি। তবে এটা জানতাম, শুরুটা ভাল করতে পারলে এই রানেও জয় পেতে পারি। এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। ভুবির (ভুবনেশ্বর কুমার) স্পেলটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা জানতাম, রিস্ট-স্পিনাররা বিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। ভুবি যে বলে উইকেট পেয়েছে, সেই বলগুলি খেলা যায় না। ব্রেকথ্রুর জন্য ভুবির উপর ভরসা করা যায়।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হ্যাটট্রিক পাব ভাবতে পারিনি, বিশেষ মুহূর্ত, বলছেন কুলদীপ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2017 10:58 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -