প্রতিভাবানদেরও পর্যাপ্ত সুযোগ প্রয়োজন, বারবার বাদ পড়লে আত্মবিশ্বাসে ধাক্কা লাগে, বলছেন শ্রেয়স
Web Desk, ABP Ananda | 28 Jul 2019 03:55 PM (IST)
জাতীয় দলের হয়ে ৬টি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রেয়স
নয়াদিল্লি: বারবার দলে অন্তর্ভুক্তি ও বাদ পড়া কোনও ক্রিকেটারের পক্ষেই ভাল নয়। এতে আত্মবিশ্বাসে চিড় ধরে। এমনই মন্তব্য করলেন শ্রেয়স আইয়ার। যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন। শ্রেয়স বলেছেন, 'প্রতিভা থাকলে নিজেকে প্রমাণ করার জন্য বেশ কিছু সুযোগ প্রাপ্য। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বারবার দলে ডাক পাওয়া এবং বারবার বাদ পড়লে আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। নিজের আস্থা নিয়েই সংশয় তৈরি হয়। খুব প্রতিভাবান হলে পর্যাপ্ত সুযোগ প্রয়োজন।' আইপিএলে এখন কনিষ্ঠতম অধিনায়ক শ্রেয়স। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ২৪ বছরের শ্রেয়স সাত বছর পর প্রথমবার দলকে প্লে-অফে তুলেছিলেন। বিশ্বকাপের পর ভারতীয় দলে ফের ডাক পেয়েছেন তিনি। শ্রেয়স বলেছেন, 'মাঝে-মধ্যে ধৈর্য হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তবে নির্বাচনটা আমার হাতে নেই। আমার হাতে যেটা রয়েছে সেটা হল পারফর্ম করে যাওয়া, পারফর্ম করে যাওয়া আর শুধুই পারফর্ম করে যাওয়া। সেটাই করায় জোর দিচ্ছি।' শ্রেয়স যোগ করেছেন, 'পারফর্ম করে লোককে দেখাতে হবে যে সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার মতো মশলা তোমার মধ্যে রয়েছে। একবার সেই স্বাদ পেয়ে গেলে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয় না।' জাতীয় দলের হয়ে ৬টি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের ওপর ব্যাটিং গড় থাকা ক্রিকেটার বলেছেন, 'বিশ্বকাপের দল নির্বাচনের আগে আমাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কারণ আমি ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছি। কঠোর পরিশ্রম করেছি। ভবিষ্যতে দেশের হয়ে খেলার সময় তার সুফল নিশ্চয়ই পাব।' তিনি আরও বলেছেন, 'বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা কষ্টকর। দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন। জানি অল্প কয়েকটা সুযোগ পেয়েছিলাম। তবে টিম কম্বিনেশনের স্বার্থে আমাকে প্রয়োজন হয়নি। আমি সবসময় ইতিবাচক থাকি। ভিতর থেকে কোনও সমস্যাই হয় না। বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন আর ভবিষ্যতে নিশ্চয়ই খেলব।' ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান করার সঠিক অস্ত্রও বেছে নিয়েছেন শ্রেয়স। বলেছেন, 'ভারতের বাইরে রান করতে গেলে পুল আর সুইপ ভাল খেলতে হবে। এই দুটো শট খেললে বোলাররা চাপে পড়ে যায়।' সদ্য ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছিলেন। শ্রেয়স জানিয়েছেন, ওখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত এবং সেটা তাঁকে সাহায্যই করবে।