নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে নজির গড়েছেন পি ভি সিন্ধু। দেশের প্রথম মহিলা অ্য়াথলিট হিসাবে দুটি অলিম্পিক্স পদক জিতে ফিরেছেন। তাঁর আগে ভারতীয় অ্য়াথলিটদের মধ্যে একমাত্র কুস্তিগীর সুশীল কুমারের জোড়া অলিম্পিক্স পদক রয়েছে। সোমবার, ১৬ অগাস্ট, স্বাধীনতা দিবসের পরের দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিন্ধু। এবং নরেন্দ্র মোদির সঙ্গে আইসক্রিম খেলেন।


পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন সিন্ধু নিজেই। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে আইসক্রিম খাওয়ার সুযোগ এল।'


প্রসঙ্গত, অলিম্পিক্সের জন্য টোকিও রওনা হওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। মেগা ইভেন্ট শুরুর আগে দেশের প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের উৎসাহ দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। সেই বৈঠকেই পিভি সিন্ধুর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, অলিম্পিক্সের পরে তিনি শাটলারের সঙ্গে আইসক্রিম খাবেন। কথা রাখলেন দেশের প্রধানমন্ত্রী।


সোমবার রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় হকি দলের সদস্যরা, পি ভি সিন্ধু-সহ একাধিক অ্যাথলিট। প্রত্যেকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেখানেই সিন্ধুর সঙ্গে আইসক্রিম খান মোদি। ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন টোকিও অলিম্পিক গেমসে ব্য়াডমিন্টনে ব্রোঞ্জ জয়ী পি ভি সিন্ধু।


পাঁচ বছর আগে রিও অলিম্পিক্সের সময় থেকে সিন্ধু আইসক্রিম খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। টোকিও যাওয়ার আগে সেই প্রসঙ্গ তুলে মোদি বলেছিলেন, ‘‘আমি শুনেছি ২০১৬ সালে অলিম্পিক্সের আগে থেকে আপনি আইসক্রিম খাওয়া বন্ধ রেখেছেন। টোকিও অলিম্পিক্সের আগেও আইসক্রিম খাচ্ছেন না। আমি আত্মবিশ্বাসী আবারও আপনি সফল হবেন। আপনারা সবাই অলিম্পিক্স থেকে ফিরে এলে আমি আপনাদের সঙ্গে আইসক্রিম খাব।’’


সোমবার সেই প্রতিশ্রুতিই রক্ষা করলেন মোদি।


এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। এর আগে রিও অলিম্পিক গেমস থেকে রুপো জিতেছিলেন ভারতের তারকা শাটলার।